Terrible Bus Accident: ভয়ংকর! রাস্তার একদল পথচারীদের উপর চালিয়ে দিল মিনি ট্রাক....

Germany: গাড়ি নিয়ে হামলা চালানো সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তান থেকে আসা শরণার্থীপ্রত্যাশী। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ অভিযুক্ত ব্যক্তিকে বিলম্ব না করে জার্মানি থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Updated By: Feb 14, 2025, 04:37 PM IST
Terrible Bus Accident: ভয়ংকর! রাস্তার একদল পথচারীদের উপর চালিয়ে দিল মিনি ট্রাক....
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী। গাড়িচাপা পড়ে আহত অন্তত ২৮। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বেশ কয়েকজন৷ রক্তাক্ত পথঘাট। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও। বৃহস্পতিবার, স্থানীয় সময় সকাল ১০:৩০ টার দিকের ঘটনা। মিউনিখ শহরের কেন্দ্রের কাছে এক ব্যক্তি গাড়ি চালিয়ে লোকজনের উপর তুলে দেয়। 

আরও পড়ুন, World's most beautiful twins: মাত্র ৭ বছর বয়সে এরাই ছিলেন বিশ্বের সেরা সুন্দরী যমজ! এখন তাদের কী অবস্থা?

এতে কমপক্ষে ২৮ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। ঘটনার পরপরই পুলিস গাড়িটির দিকে গুলি ছুড়ে হামলাকারীকে থামায় এবং গ্রেফতার করে। হামলাকারী আফগানিস্তান থেকে আসা ২৪ বছর বয়সের একজন শরণার্থীপ্রত্যাশী। বাভারিয়া রাজ্যের রাজধানী শহর মিউনিখের এ ঘটনাকে ‘হামলা’ বলে মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কাস সোডার।

মিউনিখের পুলিস জানিয়েছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রস্থল ম্যাক্সভোরস্টাডট এলাকায় জার্মানির শ্রমিক সংগঠন ‘ভেরডি’ একটি মিছিল নিয়ে রাজপথ অতিক্রম করছিল। প্রায় আড়াই হাজার মানুষের মিছিলটির পেছনে নিরাপত্তার জন্য পুলিসের একটি গাড়ি ছিল। একপর্যায়ে আচমকা একটি গাড়ি পুলিসের গাড়িকে পাশ কাটিয়ে পেছন থেকে শ্রমিকদের মিছিলে ঢুকে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়়ুন, Gas Explosion: শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ! উড়ে গেল আস্ত একটা 'ফ্লোর', মৃত...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.