Jackal in Purba Bardhaman: হঠাৎ করেই শিয়ালের সংখ্যা ভয়ংকর বেড়ে গিয়েছে! এ কীসের লক্ষণ? অশুভ কিছু, নাকি...

Jackal in Purba Bardhaman: শিয়ালের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গিয়েছে পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায়। মাঝে মাঝেই শিয়ালের আক্রমণে মানুষ আহত হওয়ার খবর আসছে। পাশাপাশি বাড়ছে হাঁস-মুরগি চুরির ঘটনাও।

Updated By: Feb 13, 2025, 06:50 PM IST
Jackal in Purba Bardhaman: হঠাৎ করেই শিয়ালের সংখ্যা ভয়ংকর বেড়ে গিয়েছে! এ কীসের লক্ষণ? অশুভ কিছু, নাকি...
ফাইল ছবি

পার্থ চৌধুরী: কোভিডের পর থেকেই পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় শেয়ালের সংখ্যা বেড়েছে। আগে মূলত নদীর ধারের ঝোপজঙ্গলে শিয়ালের দেখা মিলত। মাঝেমধ্যে তারা গ্রামের প্রান্ত থেকে হাঁস-মুরগি-ছাগল টেনে নিয়ে যেত। তবে ওই পর্যন্তই। কিন্তু গত দু-তিন বছর ধরে প্রায় গোটা পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামীণ এলাকায় শিয়াল বেড়েছে উল্লেখ্যযোগ্য সংখ্যায়। আরও আশ্চর্যের, এরা প্রায়ই রাস্তার উপর দাঁড়িয়ে থাকছে। ফলে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। এছাড়াও প্রায়ই নানা গবাদি পশু-পাখি খোওয়া যাচ্ছে গৃহস্থের ঘর থেকে। শিয়ালের কামড় খেতে হচ্ছে অনেককে। বিশেষত যাঁরা বাইরে প্রাতঃকৃত্য সারতে যাচ্ছেন তাঁরাই আক্রান্ত হচ্ছেন বেশি। 

আরও পড়ুন: Severe Cyclone: সমুদ্রের উপরে ছুটছে বীভৎস গতির ঘূর্ণিঝড়! মেঘবৃষ্টিহাওয়ার মহাকায় এই সাইক্লোনের ল্যান্ডফল কি শুক্রবারই?

কোথায়-কোথায় বেড়েছে শিয়াল?

পূর্ব বর্ধমানের রায়না, খণ্ডঘোষ, বর্ধমান সদর ১, বর্ধমান সদর ২,গলসি, জামালপুর, মন্তেশ্বর, বড়শুল,পাল্লা রোড, নাদরা। এ ছাড়াও কালনা, কাটোয়ার বিভিন্ন এলাকাতেও শিয়ালের উপদ্রব ক্রমেই বাড়ছে।

কেন বাড়ছে শিয়াল?

বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, শিয়ালের সংখ্যা বাড়াটা পরিবেশের পক্ষে খারাপ নয়। বিভিন্ন এলাকায় পোলট্রি ফার্ম বেড়েছে। তারা মুরগির বিভিন্ন দেহাংশ এদিক-ওদিক ফেলেন। এই সহজে পাওয়া খাবারের লোভে শিয়ালগুলি লোকালয়ে চলে আসছে। বর্ধমান ও কাটোয়ার দুই রেঞ্জ অফিসার জানিয়েছেন, মানুষ এখন বন্যপ্রাণী নিয়ে অনেক সচেতন। কোথাও আক্রমণ বা সংঘাতের ঘটনা ঘটলে বন দফতর ব্যবস্থা নেয়। কোনো প্রাণী আহত হলে তার চিকিৎসা করে ফের সেটিকে তার পরিবেশে ছেড়ে দেওয়া হয়। 

প্রাণী বিশেষজ্ঞ অর্ণব দাস আবার একটু অন্য রকম মনে করেন। তাঁর কথায়, শিয়ালের খাদ্যাভ্যাস বদলাচ্ছে। আগে শিয়াল মূলত শিকার ধরেই খেত। এখন আলু, কুমড়ো, আখ সবই খাচ্ছে। এছাড়া সাধারণ মানুষ আগের মতো দেশি হাঁস, মুরগি আর না পুষে উন্নত জাতের মুরগি পুষছেন। এগুলি বেশি দৌড়তে বা উড়তে না পারায় শিয়ালের সহজ শিকারে পরিণত হচ্ছে। এ কারণেই শিয়ালের বংশবৃদ্ধি হচ্ছে। আর সংখ্যায় বাড়ছে বলেই পরিচিত আবাস ছেড়ে শিয়ালেরা লোকালয়ের কাছাকাছি চলে আসছে।

আরও পড়ুন: Baba Vanga Predictions: 'বাবা' মানে 'মা'? ২০২৫-য়ে ভয়ংকর কীসের সূচনা? পৃথিবী ধ্বংসের দিন-তারিখ মিলিয়ে দিয়েছেন বাবা ভাঙ্গা...

এ ব্যাপারে সচেতন মানুষের মত হল, যেভাবে শিয়ালের সংখ্যা বাড়ছে তাতে এই নিয়ে কোনো পরিকল্পনা না করা হলে আগামীদিনে মানুষের সঙ্গে এদের সংঘাত বাড়বে। বাড়বে শিয়ালের কামড়ের ঘটনাও।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.