Madhyamik 2025: ইংরেজি পরীক্ষার পর থেকে মনমরা হয়েছিল, আজ চরম পদক্ষেপ মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর
Madhyamik 2025: বুধবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ক্যানিং হাসপাতালেই ওই ছাত্রীর মৃত্যু হয়
![Madhyamik 2025: ইংরেজি পরীক্ষার পর থেকে মনমরা হয়েছিল, আজ চরম পদক্ষেপ মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর Madhyamik 2025: ইংরেজি পরীক্ষার পর থেকে মনমরা হয়েছিল, আজ চরম পদক্ষেপ মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/12/520867-5.png)
প্রসেনজিত্ সরদার: বিষ খেয়ে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত পড়ুয়ার বয়স ১৬ বছর। স্থানীয় সুত্রে জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সজিনাতলায় বাড়ি ওই কিশোরীর। বাসন্তী সেন্ট টেরিজা গার্লস হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ওই কিশোরী।
এবার ওই মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার সিট পড়েছিল বাসন্তী সোনাখালি উচ্চমাধ্যমিক হাইস্কুলে।মঙ্গলবার মাধ্যমিকের ইংরাজি পরীক্ষা ছিল। পরীক্ষা খারাপ হওয়ায় ভেঙে পড়েছিল ওই ছাত্রী। মঙ্গলবার বিকালে সকলের অলক্ষ্যে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন দেখতে পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। চিকিৎসার জন্য বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই মাধ্যমিক পরীক্ষার্থী শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ক্যানিং হাসপাতালেই ওই ছাত্রীর মৃত্যু হয়।
ছাত্রীর বাবা জানিয়েছেন,ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় ইঁদুর মারা বিষ খেয়েছিল। বাঁচাতে পারলাম না।
(আত্মহত্যা শুধু আপনাকেই নয়, আপনার কাছের মানুষদেরও শেষ করে দেয়। আপনি কোনও ভাবে বিষণ্ণ বা অবসাদগ্রস্ত হলে কল করুন ৯১৫২৯-৮৭৮২১ নম্বরে। সোম থেকে শনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করার সময়।)
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)