Bangladesh's Request to Adani: প্রথমে হুমকি, পরে বিপাকে পড়তেই বিদ্যুতের জন্য আদানির দুয়ারে ইউনূসের বাংলাদেশ!

Bangladesh: বিদ্যুত্‍ বাবদ বকেয়া টাকা না দেওয়ায় গত ৩ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশকে অর্ধেক বিদ্যুত্‍ সরবারহ করছে আদানি গোষ্ঠী। এবার আদানির কাছ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহ চাইল বাংলাদেশ। 

Updated By: Feb 11, 2025, 05:15 PM IST
Bangladesh's Request to Adani: প্রথমে হুমকি, পরে বিপাকে পড়তেই বিদ্যুতের জন্য আদানির দুয়ারে ইউনূসের বাংলাদেশ!
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশ প্রায় দেনার দায়ে ডুবে। ইউনূস সরকারের অনুরোধ, ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর ১৬০০ মেগাওয়াটের যে তাপবিদ্যুত্‍ উত্‍পাদন কেন্দ্র রয়েছে, সেখান থেকে বাংলাদেশে পূর্ণ বিদ্যুত্‍ সরবরাহ করা হোক। বকেয়া না মেটানোর জেরে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আর্ধেক করে দিয়েছিল আদানি।আপাতত আদানি ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বাংলাদেশকে। 

আরও পড়ুন,  Bangladesh: 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত' দেশের তালিকায় বদলের বাংলাদেশ! স্কোরবোর্ড সামনে আসতেই...

ধারের টাকায় আদানি সংস্থার থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। সেই ধারের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৫০ মিলিয়ন ডলার। সেই অর্থ ৭ নভেম্বরের মধ্যে না মেটালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বাংলাদেশকে পুরোপুরি অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আদানি সংস্থার কর্ণধার গৌতম আদানি। আদানির বিরুদ্ধে সেই দেশে মামলা করা হয়েছিল বাংলাদেশে। 

বাংলাদেশের কর্মকর্তা রয়টার্সকে জানান, শীতে বিদ্যুতের চাহিদা কম ছিল। এ ছাড়া বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে বিরোধের কারণে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল। সরবরাহ এখন আগের পর্যায়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। 

প্রসঙ্গত, ২০১৭ সালে বাংলাদেশের তত্‍কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আদানি গোষ্ঠীর মধ্যে একটি চুক্তি সাক্ষর হয়। সেই চুক্তি অনুযায়ী, ঝাড়খণ্ডে আদানির তাপবিদ্যুত্‍ কেন্দ্র থেকে ২৫ বছর বাংলাদেশকে বিদ্যুত্‍ সরবরাহ করা হবে। ৩১ অক্টোবর, বৈদেশিক মুদ্রার সংকটের কারণে অর্থ পরিশোধে বিলম্ব হওয়ায় আদানি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। এর ফলে ১ নভেম্বর একটি ইউনিট বন্ধ হয়ে যায়, এতে কেন্দ্রটির মাত্র ৪২ শতাংশ পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে, বাংলাদেশ সরকার আদানিকে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দেয়। 

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আদানির বিরুদ্ধে বিদ্যুৎ ক্রয় চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, আদানি ঝাড়খণ্ড কেন্দ্রের জন্য ভারত সরকারের দেওয়া কর সুবিধা বাংলাদেশকে দেয়নি। এ বিষয়ে আদানি জানায়, তারা বাংলাদেশের সঙ্গে চুক্তির সব শর্ত পালন করেছে এবং চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে তাদের কোনও তথ্য নেই।

আরও পড়ুন, Bangladesh: 'পুলিস চোরের প্রেমে পড়ছে', থানায় ভাইরাল টিকটক ভিডিয়ো বানিয়ে গ্রেফতার প্রভাবশালী নেত্রী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.