Kolkata Sports Film Festival: নন্দনে ফের ফিল্মোৎসব! ১৩ দেশের সিনেমা দেখুন ফ্রি-তে, রয়েছে দেবের সিনেমাও!

Kokata Sports Film Festival: নন্দনে ফ্রি-তে দেখুন ১৩ দেশের স্পোর্টস ফিল্ম| ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্ৰতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাক-টু-ব্যাক সিনেমা দেখানো হবে নন্দন ৩ প্রেক্ষাগৃহে| 

Reported By: শুভপম সাহা | Updated By: Feb 10, 2025, 09:50 PM IST
Kolkata Sports Film Festival: নন্দনে ফের ফিল্মোৎসব! ১৩ দেশের সিনেমা দেখুন ফ্রি-তে, রয়েছে দেবের সিনেমাও!

শুভপম সাহা: গত ডিসেম্বরে (৪-১১) শহরের সিনেপ্রেমীরা বুঁদ হয়েছিলেন ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2024)| ছিল ২৯ দেশের ১৭৫টি ছবি| সেই রেশ কাটার মাস দুয়েকের মধ্যে ফের চলে এল আরেক ফিল্মোউৎসবের সুখবর...

এবার সিনে উৎসবের বিষয় শুধুই খেলাধুলো! 'বুলস আই- ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল'-এর তৃতীয় সিজন শুরু হচ্ছে আগামিকাল, মঙ্গলবার থেকে| ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্ৰতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে সন্ধে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাক-টু-ব্যাক সিনেমা দেখানো হবে নন্দন ৩ প্রেক্ষাগৃহে| 

আরও পড়ুন- Pakistan | Champions Trophy 2025: দুয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফি, কেঁপে গেল পাক পেস ট্রায়ো, আচমকাই দলের সুপারস্টার...

অস্ট্রেলিয়া, কলোম্বিয়া, গ্রিস, ইরান, জাপান, নিউ জ়িল্যান্ড, সার্বিয়া, স্পেন, শ্রীলঙ্কা ও ভারতের নির্বাচিত ২৪ টি স্পোর্টস ফিল্ম দেখানো হচ্ছে| এলজিবিটিকিউপ্লাস ও আডভেঞ্চার স্পোর্টস ক্যাটাগরির সিনেমা এবারের উৎসবের সংযোজন|  

ফিকশন, নন-ফিকশন ও এলজিবিটিকিউপ্লাস ক্যাটেগরি থেকে সেরা ছবি বেছে নেবেন বিচারকরা|  ১৫ ফেব্রুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করে তুলে দেওয়া হবে ১০ হাজার টাকার নগদ পুরস্কার| ইরানের আলিরেজা রোফাগ্র্যানের ছবি 'আলি ভার্সেস আলি' বেছে নেওয়া হয়েছে উদ্বোধনী ছবি হিসেবে|  

উৎসব শুরুর আগের দিন রোটারি সদনে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল| হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, পরিচালক জুটি অভিজিৎ গুহ-সুদেষ্ণা রায়| অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায় ও শতাক্ষী নন্দী|  

আরও পড়ুন- Humayun Ahmed | Meher Afroz Shaon: ক্যানসারে নয়, শাওনের গাফিলতিতে হুমায়ূন আহমেদের মৃত্যু! বিস্ফোরক অভিযোগ প্রকাশকের...

ফুটবলার দীপেন্দুর জীবনের ছবি 'দীপু'র ছবিরও শ্যুটিং দ্রুত শুরু হতে চলেছে|  এদিন তিনিই ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন| জি ২৪ ঘণ্টা ডিজিটালকে দীপু বললেন, 'এরকম উদ্যোগকে আমি সাধুবাদ জানাই| আগামী দিনে স্পোর্টস নিয়ে আরও বেশি করে ছবি হবে বলেই আশা রাখি|' দীপেন্দু নিজের জীবন কেন্দ্রিক ছবিতে অভিনয় করছেন বলে শোনা যাচ্ছিল, দীপেন্দু নিজেই এদিন সেই জল্পনার অবসান ঘটিয়ে বললেন, 'হ্যাঁ, কয়েকটি দৃশ্যে আমি অভিনয় করেছি'| 

স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যালে আগামী ১৪ ফেব্রুয়ারি ওরফে ভ্যালেন্টাইন'স ডে-র দিন বিকেল ৪ টা ৪০ মিনিটে দেখানো হবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'গোলন্দাজ'| ২০২১ সালে মুক্তি পাওয়া ছবিতে, ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে দেবের অভিনয় অনেকেরই মন কেড়ে নিয়েছিল|

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.