Acharya Satyendra Das | Ayodhya Ram Mandir chief priest: ৩২ বছর ধরে রামলালার পূজারী! প্রয়াত রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস...

 মাত্র ২০ বছর বয়সে আধ্যাত্মিক পথ অনুসরণ করতে শুরু করেন সত্যেন্দ্র দাস। পরবর্তীতে হয়ে ওঠেন আচার্য। অযোধ্যার সবচেয়ে প্রশংসিত সাধুদের মধ্যে একজন। 

Updated By: Feb 12, 2025, 12:57 PM IST
Acharya Satyendra Das | Ayodhya Ram Mandir chief priest: ৩২ বছর ধরে রামলালার পূজারী! প্রয়াত রামমন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্যা রামমন্দিরের মুখ্য পূজারী আচার্য সত্যেন্দ্র দাস প্রয়াত। তিনি-ই ছিলেন রামমন্দিরের প্রধান পুরোহিত। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যেন্দ্র দাস। ৩ ফেব্রুয়ারি তাঁকে SGPGI-তে ভর্তি করা হয়। স্ট্রোকের পর থেকে তিনি নিউরোলজি ওয়ার্ডের HDU-তে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে আচার্য সত্যেন্দ্র দাসের বয়স হয়েছিল ৮৫ বছর। লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে। ৩ থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তার আগে অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে প্রথমে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু অবস্থার সেরকম উন্নতি না হওয়ায়, সেখান থেকে তাঁকে  SGPGI-তে নিয়ে আসা হয়।

SGPGI-এর নিউরোলজি ওয়ার্ডের HDU-তে নিউরোলজির সিনিয়র কনসালট্যান্টের পর্যবেক্ষণে ছিলেন তিনি। হাসপাতালে তাঁকে দেখতে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আচার্য সত্যেন্দ্র দাসের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। মাত্র ২০ বছর বয়সে তিনি আধ্যাত্মিক পথ অনুসরণ করতে শুরু করেন সত্যেন্দ্র দাস। পরবর্তীতে অযোধ্যার সবচেয়ে প্রশংসিত সাধুদের মধ্যে একজন হয়ে ওঠেন। 

বিগত ৩২ বছর ধরে রামলালার পুজো করে আসছিলেন সত্যেন্দ্র দাস। বাবরি মসজিদ ধ্বংসেরও আগে থেকে সেখানে রামের পুজো শুরু করেন তিনি।  ১১ জানুয়ারি রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার প্রথম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু তারপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, আচার্য সত্যেন্দ্র দাসের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যা ছিল।

আরও পড়ুন,  Bengaluru horror: কালো টুপি-লাল টিশার্টে ৩০ মিনিটে ৪ ছুরি হামলা! বেঙ্গালুরুর ইন্দিরানগরে 'সিরিয়াল কিলার'? আতঙ্ক...

দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.