Hooghly Physical Assault: পাখির খাবার কিনতে মুদিদোকানে গিয়েছিল নাবালিকা! দোকানি তাকে ভেতরে ডেকে নিয়ে গিয়ে...
Hooghly Sexual Assault: দোকানে তখন কোনও ক্রেতা ছিলেন না। সেই সুযোগেই মুদি দোকানদার ভিতরে ডাকে নাবালিকাকে। অভিযোগ, সে নাবালিকাকে খারাপ ভাবে স্পর্শ করে। তারপর কী ঘটল?
![Hooghly Physical Assault: পাখির খাবার কিনতে মুদিদোকানে গিয়েছিল নাবালিকা! দোকানি তাকে ভেতরে ডেকে নিয়ে গিয়ে... Hooghly Physical Assault: পাখির খাবার কিনতে মুদিদোকানে গিয়েছিল নাবালিকা! দোকানি তাকে ভেতরে ডেকে নিয়ে গিয়ে...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/11/520784-pakhi-bala.png)
বিধান সরকার: এক নাবালিকার শ্লীলতাহানি করল এক মুদি। কী ঘটেছিল? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই নাবালিকা সোমরাবাজার স্টেশন এলাকার একটি মুদির দোকানে পাখির খাবার আনতে যায়। ওই সময় দোকানে আর কোনও ক্রেতা ছিলেন না। সেই সুযোগেই নাকি মুদির দোকানদার দোকানের ভিতরে ডাকে ওই নাবালিকাকে। এবং অভিযোগ, নাবালিকাকে খারাপ ভাবে স্পর্শ করে। নাবালিকা চিৎকার-চেঁচামেচি করে ওঠায় তাকে ছেড়ে দেয় সে।
দোকান থেকে বেরিয়ে ওই নাবালিকা দৌড়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ছুরি দিয়ে নিজের হাতের শিরা কাটতে উদ্যত হয়। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন নাবালিকার মা। তিনি মেয়েকে কোনও রকমে তা থেকে বিরত করেন। তখনই মায়ের সামনে কান্নাকাটি করে ওই নাবালিকা এবং কাঁদতে-কাঁদতে অজ্ঞান হয়ে যায়।
খুব অল্প সময়ের মধ্যে এসব ঘটে যাওয়ায় খুবই বিস্মিত হয়ে পড়েন নাবালিকার বাড়ির লোকজন। মেয়ের জ্ঞান ফিরলে সকলে তাকে প্রশ্ন করে, কী ঘটেছে। তখনই নাবালিকা ঘটনার কথা তার মা ও দিদিকে জানায়।
এদিকে ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন গিয়ে ঘিরে ফেলেন ওই মুদির দোকান। এলাকায় উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়েই চলে আসে পুলিসও। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় বলাগড় থানার পুলিস। অভিযুক্তর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। আগামীকাল অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)