West Bengal Budget 2025: বাংলায় আরও ১৬ লক্ষ বাড়ি! ৯,৬০০ কোটি অতিরিক্ত বরাদ্দ ঘোষণা বাজেটে...
এবারের বাজেটে বরাদ্দ বাড়ল 'বাংলার বাড়ি' প্রকল্পের। কত? অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ির তৈরি করে দেওয়ার জন্য আরও ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
![West Bengal Budget 2025: বাংলায় আরও ১৬ লক্ষ বাড়ি! ৯,৬০০ কোটি অতিরিক্ত বরাদ্দ ঘোষণা বাজেটে... West Bengal Budget 2025: বাংলায় আরও ১৬ লক্ষ বাড়ি! ৯,৬০০ কোটি অতিরিক্ত বরাদ্দ ঘোষণা বাজেটে...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/12/520966-banetje.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারের বাজেটে বরাদ্দ বাড়ল 'বাংলার বাড়ি' প্রকল্পের। কত? অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ির তৈরি করে দেওয়ার জন্য আরও ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
আরও পড়ুন: Bengal Budget 2025: ৪ শতাংশ বাড়ছে ডিএ, বড় ঘোষণা রাজ্য বাজেটে! বাড়ল না লক্ষ্মীর ভান্ডারের টাকা...
প্রধানমন্ত্রী আবাস যোজনা ধাঁচে এবার বাংলা আবাস যোজনা। নাম, 'বাংলার বাড়ি'। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুলে নয়া প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। কবে? গত বছরের ডিসেম্বরে। এই প্রকল্পে রাজ্য়ের ২১ জেলায় ১২ লক্ষ যোগ্য় পরিবারকে দুই কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকারই। বস্তুত, প্রথম কিস্তির ৬০ হাজার ইতিমধ্যেই ঢুকে গিয়েছেন উপভোক্তাদের অ্য়াকাউন্টে।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'কেন্দ্র যদি না দেয়, বাকি থাকবে ১৬ লক্ষ, তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ৬ মাস, তার পরের ৬ মাস, ছাব্বিশের প্রথম দিকের মধ্যেই দিয়ে দেব। মে-জুনে দিয়ে দেব আট লক্ষ, আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেব আরও আট লক্ষকে'। সেই মতোই এবার বাজেটে বরাদ্দ করা হল 'বাংলার বাড়ি' প্রকল্পে।
এর আগে, কেন্দ্রের বিরুদ্ধে বারবারই 'আবাস যোজনা'য় টাকা না দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। ২০২৩ সালে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 'দিল্লি চলো' কর্মসূচি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর গত বছর অর্থাত্ পুজোর আগে সেপ্টেম্বরে এই 'বাংলার বাড়ি' প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, 'দলীয় কর্মী হার্মাদদেরকে বাড়ি পাইয়ে দেওয়া হবে। এরপর মোদিজির কাছে গিয়ে বলবে আমাকে বাড়ির টাকা দেওয়া হোক আর নাম পাল্টে বাংলার বাড়ি বলে চালাবে ওই টাকা দিয়ে'। বলেন, 'নির্বাচনকে সামনে রেখে ভাওতা আর মিথ্যা কথার ফুলঝুরি। বাজেট কেমন হয় কেন্দ্রীয় বাজেটটা দেখুন'।
আরও পড়ুন: Behala: চোখের আড়ালে ৪ বছরের শিশুকন্যাকে যৌন হেনস্থা! গ্রেফতার পুরসভার কর্মী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)