Hooghly: সমপ্রেমের খেসারত শিয়রে শমন, রেললাইনে ধারে রক্তাক্ত দেহ! বন্ধুরাই...

Pandua: বিগত প্রায় তিন মাস অভির জন্যই পান্ডুয়াতেই ছিল প্রীতম। অনেক রাত পর্যন্ত তাদের দুজনে ভিডিয়ো কলে কথা হত। সমপ্রেম সম্পর্কের জেরেই এই ঘটনা মনে হয়। কারণ প্রীতম ছেলেদের পছন্দ করত। অভির প্রতি দুর্বল ছিল। তাদের দুজনের ঝগড়াও হত। 

Updated By: Feb 13, 2025, 05:28 PM IST
Hooghly: সমপ্রেমের খেসারত শিয়রে শমন, রেললাইনে ধারে রক্তাক্ত দেহ! বন্ধুরাই...
ফাইল ছবি

বিধান সরকার: সমপ্রেম সম্পর্কে টানাপোড়েন। তরুণের অস্বাভাবিক মৃত্যু পান্ডুয়ায়! দেহ উদ্ধার হয় রেললাইন থেকে। এরপর গ্রেফতার দুই বন্ধু। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে,পান্ডুয়ার রওজা পাড়ার বাসিন্দা প্রীতম দাস (১৯)। ১১ ফেব্রুয়ারি বিকালে বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে মহানাদ যাবে বলে। রাতে বাড়ি ফেরেনি। পরদিন ভোরে ব্যান্ডেল জিআরপি তার মৃতদেহ উদ্ধার হয় পান্ডুয়া আর খন্যানের মাঝে রেল লাইন থেকে।

আরও পড়ুন, Dilip Ghosh: '২৬-এর নির্বাচনের আগে আরও বেশি টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারে...!' চমকে দিলেন দিলীপ 

বৃহস্পতিবার মৃতদেহের ময়না তদন্ত হবে ইমামবাড়া হাসপাতালে। মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন। প্রীতমের দুুই বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে। পান্ডুয়ার রবীন্দ্র পল্লীর অভি ঘোষ আর কাজি মহল্লার কুশল ঘোষকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিস। প্রীতমদের আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানা এলাকায়। গত কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকে তার মা ও দুই বোন। সেখানে প্রীতম আসা যাওয়া করত। 

প্রীতমের মাসতুতো দিদি রিয়া কুন্ডু বলেন, প্রীতম নাচের শো করত। অভি ডিজে বাজাত। দুজনের গভীর বন্ধুত্ব ছিল। বিগত প্রায় তিন মাস অভির জন্যই পান্ডুয়াতেই ছিল প্রীতম। অনেক রাত পর্যন্ত তাদের দুজনে ভিডিয়ো কলে কথা হত। সমপ্রেম সম্পর্কের জেরেই এই ঘটনা মনে হয়। কারণ প্রীতম ছেলেদের পছন্দ করত। অভির প্রতি দুর্বল ছিল। তাদের দুজনের ঝগড়াও হত। নখ দিয়ে খামচে দিয়েছিল অভিকে, আমি দাগ দেখেছি। অভিমান করত যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয়। 

ইদানিং প্রীতমকে সহ্য করতে পারছিল না অভি। তাই তাকে খুন করে ফেলে দিতে পারে। মৃতের আত্মীয় লক্ষণ কুন্ডু বলেন, প্রীতম খুব ভালো ছেলে ছিল। তার মৃত্যু জন্য যে বা যারাই দায়ী হোক তাদের শাস্তি হোক। হুগলি গ্রামীন পুলিসের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে রেললাইন থেকে। তার পরিবার পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছিল। দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলার অজু হয়েছে। এর পিছনে কি ঘটনা কি কারণ সেটা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন, Malda Murder: মালদহে পণের বলি গৃহবধূ! শ্বশুরবাড়িতে শিশুসন্তানের সামনেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.