Malda Murder:'আমার মাকে ওরা...', পণের বলি গৃহবধূর খুনিদের ধরিয়ে দিল একরত্তি সন্তানই!

Malda Murder: শাশুড়ি আটক। স্বামী ও শ্বশুর পলাতক।

Updated By: Feb 13, 2025, 05:29 PM IST
 Malda Murder:'আমার মাকে ওরা...', পণের বলি গৃহবধূর খুনিদের ধরিয়ে দিল একরত্তি সন্তানই!

রণজয় সিংহ: পণের বলি? শিশু সন্তানের সামনেই এবার খুন গৃহববধূ! শ্বশুরবাড়িতে থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। মৃতের শাশুড়িকে আটক করেছে পুলিস।   স্বামী ও শ্বশুর পলাতক। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারে।

আরও পড়ুন:  Dilip Ghosh: '২৬-এর নির্বাচনের আগে আরও বেশি টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারে...!' চমকে দিলেন দিলীপ

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম  আমিলি বিবি। বাপের বাড়ি, ইংরেজবাজারে নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। বছর ছয়েক আগে দেখেশুনে পাশের গ্রামে আনন্দীপুরে বিয়ে হয় আমিলি। স্বামীর নাম আজিজুর রহমান। ওই দম্পতির সন্তানের বয়স এখন ৫ বছর। আজ, বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে ফোন আমিলির বাবা নুরুল হককে মেয়ে মৃত্যুসংবাদ জানানো হয়। এরপর পুলিস এসে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে। 

কীভাবে মৃত্যু? মৃতের বাপের লোকেদের দাবি, বিয়ের পর থেকেই পণের জন্য় শ্বশুরবাড়িতে আমিলির উপর শারীরিক ও মানসিকভাবে রীতিমতো অত্যাচার চলত। বেশ কয়েকটি বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা, কিন্তু লাভ হয়নি।  ওই গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিস। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে বলে খবর।

এর আগেও. মালদহে পণের বলি হতে হয়েছিল গৃহবধূকে। বিয়ের মাত্র ৬ মাসের মধ্যেই শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠেছিল স্বামী-সহ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। সেবার ঘটনাটি ঘটেছে মালদার পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী অঞ্চলের মৌলপুর খাসপাড়া এলাকায়।

আরও পড়ুন:  Lakshmir Bhandar: লক্ষীর ভান্ডারের টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে! বিডিও অফিসে ধর্ণা গৃহবধূর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.