BHEL recruitment 2019: নতুনদের জন্য সুবর্ণ সুযোগ, শিক্ষানবিশ নিয়োগ করবে BHEL
আগামী ৬ এপ্রিলের আগে অফিসিয়াল ওয়েবসাইট- bhelbpl.co.in-এ গিয়ে আবেদন করতে হবে।
![BHEL recruitment 2019: নতুনদের জন্য সুবর্ণ সুযোগ, শিক্ষানবিশ নিয়োগ করবে BHEL BHEL recruitment 2019: নতুনদের জন্য সুবর্ণ সুযোগ, শিক্ষানবিশ নিয়োগ করবে BHEL](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/04/20/187907-70043-bhel-pti.jpg)
নিজস্ব প্রতিবেদন: ১৪৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে দ্য ভারত হেভি ইলেক্টিকালস (BHEL)। অনলাইনে আবেদন করতে এবং এই সংক্রান্ত বিস্তারিত জানতে DHfmf/en A/symeF' bhelbpl.co.in-এ ভিজিট করুন।
অনলাইনে আবেদন শুরু হয়েগিয়েছে ইতিমধ্যেই। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ মে।
আরও পড়ুন: সুখবর! স্নাতক উত্তির্ণদের বিশেষ আধিকারিক পদে নিয়োগ করবে IDBI ব্যাঙ্ক
চাকরি সংক্রান্ত বিস্তারিত: শূন্যপদ: ১৪৫
শিক্ষাগত যোগ্যতা: যাঁরা গ্রাজুয়েট অ্যাপ্রন্টিস পদের জন্য আবেদন করবেন সেই সমস্ত প্রার্থীদের B.E বা B.Tech-এ ৭০ শতাংশ নম্বর নিয়ে (জেনারেল এবং ওবিসিদের জন্য) স্নাতক উত্তির্ণ হতে হবে। এসসি, এসটিদের ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
যাঁরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চান তাঁদের ইঞ্জিনিয়ারিং বা অফিস ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে। উল্লেখ্য ডিসটেন্স বা করেসপন্ডেন্ট এডুকেশন সিস্টেমের কোনও ডিগ্রি গ্রাহ্য হবে না। BHEL-এ কর্মীদের পরিবারের জন্য নম্বরের ছাড় দেওয়া হবে।
এই বিষয়ে বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে।
বেতনক্রম: গ্রাজুয়েট অ্যাপ্রন্টিসরা প্রতিমাসে পাবেন ৬০০০টাকা। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসরা পাবেন প্রতিমাসে ৪০০০টাকা।
চাকরি সংক্রান্ত অন্যান্য খবর পড়তে এখানে ক্লিক করুন
কীভাবে আবেদন করবেন
আগামী ৬ এপ্রিলের আগে অফিসিয়াল ওয়েবসাইট- bhelbpl.co.in-এ গিয়ে আবেদন করতে হবে।