Magic Medicines for Monkeypox: ম্যাজিক? চলে এল মাঙ্কি পক্সের হোমিওপ্যাথি ওষুধ! অনন্য আবিষ্কার বাঙালির...
Magic Medicines for Monkeypox: সারসাপোনিন, কুয়ারসিটিন, ইউপাফোলিন, কারকিউমিন, এটিজেনিন, ডুসিমেরিন। এগুলি কী, জানেন? পাঁচটি যুগান্তকারী ওষুধ। যা মানবজাতির নিত্য প্রয়োজনে লাগবে।
![Magic Medicines for Monkeypox: ম্যাজিক? চলে এল মাঙ্কি পক্সের হোমিওপ্যাথি ওষুধ! অনন্য আবিষ্কার বাঙালির... Magic Medicines for Monkeypox: ম্যাজিক? চলে এল মাঙ্কি পক্সের হোমিওপ্যাথি ওষুধ! অনন্য আবিষ্কার বাঙালির...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/06/519718-homeo-copy-pic.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার পরে মাঙ্কি পক্স নিয়ে গোটা দেশে তৈরি হয়েছিল আতঙ্ক। আর এরই মধ্যে এই রোগের ওষুধ আবিষ্কার করলেন পাঁচ জন। চরজন বাঙালি। তাঁদের সঙ্গে আছেন নাইজেরিয়ার এক অধ্যাপকও। পরবর্তী ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে দিয়ে ক্রমে প্রতিষ্ঠিত হবে এই ওষুধগুলি।
এই পাঁচজন মিলে আবিষ্কার করেছেন মাঙ্কি পক্সের হোমিওপ্য়াথি ওষুধ। 'ইন সিলিকো ফার্মাকোলজি' নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই বিশিষ্ট আবিষ্কারের খবরটি।
কারা যুক্ত এতে? রাজ্য সরকারের হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার ড. সায়ক ঘোষ, ভাইরোলজির গবেষক ড. শতদল দাস, হোমিওপ্য়াথিক গবেষক ডাক্তার প্রীতম গোস্বামী, ডি এন দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক শুভময় ঘোষ এবং নাইজিরিয়ার কেমিস্ট্রির অধ্যাপক ড. ইমানুয়েল। ওই গবেষণাপত্রে এঁদের আবিষ্কৃত পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ মাঙ্কি পক্সের জন্য যথেষ্ট কার্যকরী বলে দাবি করা হয়েছে।
কী কী ওই পাঁচটি যুগান্তকারী ওষুধ?
সারসাপোনিন, কুয়ারসিটিন, ইউপাফোলিন, কারকিউমিন, এটিজেনিন, ডুসিমেরিন। গবেষণাপত্র বলছে, এগুলি তৈরি হয়েছে অনন্তমূল, অসমলতা, হলুদ, কর্পূরপুষ্প এবং বনতামাক।
(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)