Why Fort William Renamed: লহমায় মুছে গেল ৩৫০ বছরের ইতিহাস! কেন বদলে গেল কলকাতার ফোর্ট উইলিয়ামের নাম?

Why Fort William Renamed: কেন নামবদল ফোর্ট উইলিয়ামের? ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলার জন্যই কি? জানা গিয়েছে, ঘটনাটা প্রায় তাই-ই। শুধু মূল দুর্গের নামই নয়, ফোর্ট উইলিয়ামের ভিতরের দুই গুরুত্বপূর্ণ অংশের নামও পরিবর্তন করা হয়েছে।

Updated By: Feb 6, 2025, 01:04 PM IST
Why Fort William Renamed: লহমায় মুছে গেল ৩৫০ বছরের ইতিহাস! কেন বদলে গেল কলকাতার ফোর্ট উইলিয়ামের নাম?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুছে গেল ইতিহাস, ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ করল কেন্দ্র। এর জেরে মুছে গেল প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস। ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের (Fort William) নাম পরিবর্তন করে একটা অধ্যায়কে যেন ঢাকা দিয়ে দিল দিল কেন্দ্র। ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর কলকাতার ফোর্ট উইলিয়াম। এই দুর্গের নতুন নামকরণ হয়েছে 'বিজয় দুর্গ'। আনুষ্ঠানিক ঘোষণা বাকি থাকলেও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই এই পরিবর্তন কার্যকর হয়ে গিয়েছে বলে শোনা গিয়েছে।

আরও পড়ুন: 15-Storey Building Asteroid: অবিশ্বাস্য ভয়ংকর হাড়হিম গতি! প্রতি ঘণ্টায় ৭০ হাজার পথ পেরোচ্ছে সুবিশাল পাহাড়! পৃথিবীতে লাগলে...

প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, গত বছর, ২০২৪ সালের ২ ডিসেম্বর ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তনের নির্দেশ আসে। সরকারি ঘোষণা হয়নি তবে প্রশাসনিক কাজকর্মে 'বিজয় দুর্গ' নামটিই ব্যবহার করা হচ্ছে।

ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি একটি দুর্গ। মনে করা হয়, জোব চার্নকের হাতেই এর নির্মাণ শুরু। ১৬৯৬ সালের এই দুর্গ ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকরণ করা হয়েছিল। পরে বাংলার নবাব সিরাজ-উদ-দৌলার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় দুর্গটি। সেটা ১৭৫৬ সাল। পরে ১৭৮১ সালে লর্ড ক্লাইভ দুর্গটি পুনর্নির্মাণ করে দেন। সেই হিসেবে দুর্গটি ২৫০ বছরের পুরনো। 

আরও পড়ুন: Firing at School Campus: স্কুলে গুলি! এখনই মৃত ১০! মর্মান্তিক এই ঘটনায় মোট কত পড়ুয়ার মৃত্যু? কেন চলল গুলি?

কেন এই ভাবে নামবদল ফোর্ট উইলিয়ামের? ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলার জন্যই কি নাম পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার? যা জানা গিয়েছে, ঘটনাটা প্রায় তাই-ই। ফোর্ট উইলিয়ামের ভিতরের দুই গুরুত্বপূর্ণ অংশের নামও পরিবর্তন করা হয়েছে। 'সাউথ গেট' এখন 'শিবাজি গেট' নামে পরিচিত, আগে এর নাম ছিল 'সেন্ট জর্জ গেট'। আর 'কিচেনার হাউসে'র নতুন নাম এখন 'মানেকশ হাউস'। খুব স্বাভাবিকভাবেই ঐতিহাসিক গুরুত্ব বহনকারী এই সব নাম পরিবর্তন নিয়ে দেশের একাংশের জনগণের মনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.