Shiv Kumar Subramaniam: দুমাস আগেই হারিয়েছেন ১৬ বছরের ছেলেকে, প্রয়াত 'টু-স্টেটস' খ্যাত অভিনেতা শিব সুব্রহ্মণ্যম

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পরিন্দা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। এই ছবির সঙ্গেই বলিউডে পা রেখেছিলেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, নানা পাটকর অভিনীত বেশ কয়েকটি ছবি, '১৯৪২: এ লাভ স্টোরি', 'হাজারো খোয়াইস অ্যায়সি’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। 

Updated By: Apr 11, 2022, 11:06 AM IST
Shiv Kumar Subramaniam: দুমাস আগেই হারিয়েছেন ১৬ বছরের ছেলেকে, প্রয়াত 'টু-স্টেটস' খ্যাত অভিনেতা শিব সুব্রহ্মণ্যম

নিজস্ব প্রতিবেদন: ফের শোকের ছায়া বলিউডে(bollywood)। রবিবার রাতে প্রয়াত হন চিত্রনাট্যকার ও অভিনেতা শিব কুমার সুব্রহ্মণ্যম(Shiv Kumar Subramaniam)। সোমবার সকালে অভিনেতা আয়েশা রাজা মিশ্র এই দুঃখের খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়(Social Media)। তিনি লেখেন,'শান্তিতে থাক। আর কি বলব! কষ্ট থেকে মুক্তি পাও, বিশ্রাম নাও বন্ধু'। শেষবার শিব সুব্রহ্মণ্যমকে দেখা গিয়েছিল সানিয়া মালহোত্রার বাবার চরিত্রে, 'মিনাক্ষী সুন্দরেশ্বর' ছবিতে। 

দুমাস আগেই ছেলেকে হারিয়েছেন শিব সুব্রহ্মণ্যম। ছেলের মৃত্যুর শোক সামলাতে পারেননি অভিনেতা। এরপরই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। ১৬ বছরের জন্মদিনের দু-সপ্তাহ আগেই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতার ছেলে জাহান। ছেলের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছিলেন শিব ও তাঁর স্ত্রী দিব্যা। রবিবার রাতে সেই শোক থেকেই মুক্তি পেলেন অভিনেতা। চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা। পরিচালক হনসল মেহতা টুইটারে জানিয়েছেন, সোমবার মুম্বইয়ের মোক্ষধাম হিন্দু শ্মশান প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার(Vidhu Vinod Chopra) ‘পরিন্দা’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন শিব কুমার সুব্রহ্মণ্যম। এই ছবির সঙ্গেই বলিউডে পা রেখেছিলেন তিনি। অনিল কাপুর, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত, নানা পাটকর অভিনীত বেশ কয়েকটি ছবি, '১৯৪২: এ লাভ স্টোরি', 'হাজারো খোয়াইস অ্যায়সি’র মতো বেশ কয়েকটি জনপ্রিয় ছবির চিত্রনাট্য লিখেছিলেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। তারই মধ্যে উল্লেখযোগ্য 'টু স্টেটস'(2 States)। আলিয়া ভাটের বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। রানি মুখোপাধ্যায়ের 'হিচকি' ছবিতেও দেখা যায় তাঁকে। এছাড়া 'মুক্তি বন্ধন' নামক ধারাবাহিকেও অভিনয় করেছেন শিব সুব্রহ্মণ্যম। 

আরও পড়ুন: Prosenjit Chatterjee's Reels: 'অবশেষে ভালবেসে চলে যাব...', কাকে এ কথা বললেন প্রসেনজিৎ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.