Bengal Weather Update: শীতের দ্বিতীয় ইনিংস মাঘে! 'পশ্চিমী ঝঞ্ঝা' দুরন্ত ব্যাটিংয়ের পথে ভিলেন? আবহাওয়ার বড় আপডেট...
Weather Update: ভরা মাঘে শীতের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই ফের ধাক্কা। আবারও নেপথ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই তাপমাত্রা ফের একবার নামার কথা থাকলেও সম্ভবত সেটা হচ্ছে না।
অয়ন ঘোষাল: ফের সামান্য নামল রাতের পারদ। শনিবার রাতে আরও সামান্য পারদ পতনের ইঙ্গিত। আগামী শুক্রবার পর্যন্ত শীতের আমেজ বাংলায়। তবে রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। মূলত শুষ্ক আবহাওয়া বঙ্গে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত।পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা। বাকি জেলায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
আরও পড়ুন, Hooghly: জন্মদিনেই ন্যায়বিচার! গুড়াপ শিশু ধর্ষণ-খুন মামলায় ফাঁসির সাজা বর্বরের...
দক্ষিণবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভবনা নেই। রাতের এবং দিনের পারদ স্বাভাবিকের নিচে থাকবে। শীতের আমেজ বহাল থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিকে শনিবার এবং মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে নতুন করে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। হরিয়ানা এবং কেরলে দুটি বিপরীত ঘূর্ণাবর্ত। উত্তর ভারতের কাশ্মীর থেকে বিহার পর্যন্ত জেড স্ট্রিম উইন্ড। উত্তর ভারতের কিছু জেলায় শীতল দিনের পরিস্থিতি।
উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভবনা। দৃশ্যমানতা কমার ইঙ্গিত। বাকি জেলায় খুব হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস। সিকিমে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে। ফলে কাল বা পরশু উঁচু পার্বত্য এলাকায় খুব হালকা তুষারপাত হতে পারে। কলকাতায় আপাতত দিন এবং রাতের তাপমাত্রায় খুব বেশি রদবদলের সম্ভবনা নেই। ১৪ থেকে ১৫ এর ঘরে ঘোরাফেরা করবে পারদ। বহাল থাকবে শীতের আমেজ। আগামী ৬ দিন বৃষ্টির কোনও সম্ভবনা নেই।
কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ১৫.৫ থেকে নেমে ১৫.২ ডিগ্রি। দিনের তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৫৪ থেকে ৯৪ শতাংশ। ভিন রাজ্যের মধ্যে শীতল দিন হিমাচল প্রদেশ এবং রাজস্থানে। অতি ঘন কুয়াশা উত্তরপ্রদেশ, পাঞ্জাব, চন্ডিগড়, দিল্লি, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায়। উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশে ঘন থেকে মাঝারি কুয়াশা।
আরও পড়ুন, Bagdah: নাবালক ভাশুরপোর সঙ্গে বেলাগাম যৌনতা! কাকিমার কুকীর্তি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)