Vicky Kaushal: রণবীরকে ধাওয়া করতে আসছেন ভিকি! 'ধুম-৪'এ চমকের পর চমক...

Vicky Kaushal | Ranbir Kapoor: ভিকি কৌশল হলেন বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা। ২০২৪ সালে 'ব্যাড নিউজ' সিনেমায় অনবদ্য অভিনয় করে সকলকে তাগ লাগিয়ে দিয়েছেন। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর, 'ধুম ৪' ছবিতে রণবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি কৌশল। 

Updated By: Jan 16, 2025, 05:25 PM IST
Vicky Kaushal: রণবীরকে ধাওয়া করতে আসছেন ভিকি! 'ধুম-৪'এ চমকের পর চমক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভিকি কৌশল তাঁর আগামী ছবি 'ছাভা'-র জন্য অত্যন্ত ব্যস্ত রয়েছেন। এই ছবিতে রশ্মিকা মন্দানা এবং অক্ষয় খান্নার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভিকি। লক্ষণ উতেকরের পরিচালনায় এই ছবিটি তৈরি করা হয়েছে ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে। আগামী দিনে যশ রাজ ফিল্মসের দুটি সিনেমার জন্য কাজ করতে পারেন ভিকি বলে মনে করা হচ্ছে। পিপিং মুনের শেয়ার করা একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ভিকি দেখা করেছেন চলচ্চিত্র নির্মাতা আদিত্য চোপড়ার সঙ্গে। আগামী দুটি প্রজেক্ট-এর জন্য ভিকিকে নিয়ে কাজ করতে আগ্রহী তিনি। শুধু ভিকি নয়, আলিয়া ভাটও 'আলফা' ছবির হাত ধরেই স্পাই ইউনিভার্সের অংশ করতে চলেছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: Saif Ali Khan Attacked: ৩ দফা নিরাপত্তা পেরিয়ে ঘরে ঢুকে সইফকে এলোপাথাড়ি কোপ, তদন্তে চাঞ্চল্যকর তথ্য...

এখনও অবধি জানা যাচ্ছে 'আলফা' ছবি মুক্তি পাবে এই বছরের ২৫ ডিসেম্বর। আগামী বড়দিনে এই ছবিটি দেখতে পাবেন সকলে। এই ছবিতে আলিয়া, শর্বরী ছাড়াও অভিনয় করবেন ববি দেওল ও অনিল কাপুর এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য চোপড়া। কিন্তু কেন হঠাৎ খানদের বাদ দিয়ে দিলেন আদিত্য এটাই এখন নেটিজেনদের প্রশ্ন। 

আরও পড়ুন: Saif Ali Khan Stabbed| Shah Rukh Khan: ICU-এ সইফ আলি খান, বন্ধুকে দেখতে হাসপাতালে ছুটলেন শাহরুখ...

সলমন, শাহরুখ এবং আমির এতদিন YRF ইউনিভার্সের অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। তবে এবার নতুন অভিনেতা অভিনেত্রীদের সুযোগ দেওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে যশ রাজ ফিল্মস। একদিকে যেমন 'আলফা' ছবিতে আলিয়া এবং শর্বরীকে কাস্ট করা হয়েছে তেমনই অন্যদিকে 'ধুম ৪' ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে এবং পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকিকে। অর্থাৎ 'ধুম ৪' ছবিতে 'চোর' রণবীরকে তাড়া করবেন 'পুলিস' ভিকি। আগামী বছরের এপ্রিল মাসেই ছবিটির শ্যুটিং শুরু হয়ে যাবে। এই ছবিটি শুরু হওয়ার আগেই ভিকি এবং রণবীর, দুজনেই তাঁদের এই প্রজেক্ট-এর কাজ শেষ করবেন বলে জানা যাচ্ছে। 'ধুম' ছবির আগের তিন পর্বে ভিলেনের চরিত্রে আমরা দেখেছি জন আব্রাহাম, হৃতিক রোশন এবং আমির খানকে। এবার 'ধুম ৪' -এ ভিলেনের চরিত্রে দেখা যাবে রণবীরকে, ঠিক তেমনই এখানে বদল আসবে পুলিসের চরিত্রতেও। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.