Mamata Banerje:'ক্ষতিকারক ইতিহাস বিকৃতি!' প্রকৃত স্বাধীনতা মন্তব্যে ভগবতকে দেশবিরোধী আখ্যা মমতার...

RSS Chief Mohan Bhagwat: মোহন ভগবত বলেন, প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে ২২ জানুয়ারি। আর এই মন্তব্য়েরই কড়া সমালোচনা করে মমতা এদিন বলেন, 'আমি জানি না, উনি জেনে বলেছেন, না কি না জেনে বলেছেন। এটা দেশবিরোধী।'

Updated By: Jan 16, 2025, 08:30 PM IST
Mamata Banerje:'ক্ষতিকারক ইতিহাস বিকৃতি!' প্রকৃত স্বাধীনতা মন্তব্যে ভগবতকে দেশবিরোধী আখ্যা মমতার...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশবিরোধী মন্তব্য করেছেন মোহন ভগবত। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তীব্র নিন্দা করে মোহন ভাগবতকে সংবিধানের পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘ। বলেন, প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে ২২ জানুয়ারি। সেই মন্তব্যেই বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন, Hindenburg Research | Adani Group: আদানির কেলেঙ্কারি তুলে ধরে ছিল এই সংস্থা! এবার তালা ঝুলবে সেই কোম্পানিতেই...

কড়া সমালোচনা করে মমতা এদিন বলেন, 'আমি জানি না, উনি জেনে বলেছেন, না কি না জেনে বলেছেন। এটা দেশবিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাই। এটি ক্ষতিকারক মন্তব্য, প্রত্যাহার করা উচিত। এটা ইতিহাস বিকৃত করার অপচেষ্টা। আমরা আমাদের স্বাধীনতা অক্ষত রাখতে নিবেদিত, ভারতের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু এটা সহ্য করতে পারি না।' জবাব দিতে গিয়ে স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকার কথাও উল্লেখ করেন মমতা। 

প্রসঙ্গত, গত বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় সংকল্প করেছিলেন মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর মধ্যপ্রদেশের ইন্দৌরে বিতর্কিত মন্তব্য করেন ভাগবত। তিনি বলেন, "অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনটি 'প্রতিষ্ঠা দ্বাদশী' হিসেবে পালিত হওয়া উচিত। কারণ ওই দিনই প্রকৃত অর্থে স্বাধীনতা লাভ করে ভারত।" সেই মন্তব্য়েই জলঘোলা শুরু হয়। 

আরও পড়ুন, Saif Ali Khan Attacked: নিরাপত্তাহীনতায় ভুগছে মুম্বই! সইফ কাণ্ডে চিন্তিত তারকারা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.