Aamir Khan-Kiara Advani : ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, বিতর্কে আমির-কিয়ারার নতুন বিজ্ঞাপন

আমিরকে বলতে শোনা গেল, 'এই প্রথম দেখালাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।' তখন কিয়ারা উত্তরে বলেন, 'তুমিও তো কাঁদছ না।' পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, 'এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?' কিয়ারার পাল্টা প্রশ্ন, 'এই ঘরে নতুন কে?', আমিরের উত্তর, 'আমিই তো নতুন। মানে..' ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিও সেই মতো পা রাখেন। অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা গেল, 'নুতুন জামাইকে স্বাগত।' কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, 'এতবড় পদক্ষেপ করার জন্য।' অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, 'দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সেকারণেই ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।'

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Oct 11, 2022, 01:52 PM IST
Aamir Khan-Kiara Advani : ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, বিতর্কে আমির-কিয়ারার নতুন বিজ্ঞাপন

Aamir Khan, Kiara Advani, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : ব্য়াঙ্কিং সংস্থার বিজ্ঞাপনের মুখ হয়ে প্রথমবার জুটি বেঁধেছেন আমির খান ও কিয়ারা আডবাণী। যেখানে আমির-কিয়ারাকে নব দম্পতির ভূমিকায় দেখা যাচ্ছে। আর সেই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই শুরু বিতর্ক। যে বিজ্ঞাপনে সমাজকে বদলে নতুন কিছু করার কথা বলে হয়েছে। আর তাতেই আপত্তি তুলেছেন অনেকে। বিজ্ঞাপনটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ উঠেছে। ব্যাঙ্কিং সংস্থার এই বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন 'কাশ্মীরি ফাইলস' খ্যত পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

কিন্তু ঠিক কী রয়েছে এই বিজ্ঞাপনে?

ভিডিয়োতে দেখা যাচ্ছে, 'বিদাই' হওয়ার পর নতুন বউ কিয়ারাকে নিয়ে বাড়ি ফিরছেন আমির খান। আমিরকে বলতে শোনা গেল, 'এই প্রথম দেখালাম, বিদাই হয়ে গেল অথচ নতুন বউ কাঁদছে না।' তখন কিয়ারা উত্তরে বলেন, 'তুমিও তো কাঁদছ না।' পরের দৃশ্যেই বাড়ি পৌঁছে নতুন বউকে আমির বলেন, 'এই ঘরে প্রথম পদক্ষেপ কে রাখবে?' কিয়ারার পাল্টা প্রশ্ন, 'এই ঘরে নতুন কে?', আমিরের উত্তর, 'আমিই তো নতুন। মানে..' ঠিক তখনই কিয়ারা হাতের ইশারায় আমিরকে ঘরে পা রাখতে বলেন। আমিও সেই মতো পা রাখেন। অপরদিক থেকে বিজ্ঞাপনে কিয়ারার মাকে বলতে শোনা গেল, 'নুতুন জামাইকে স্বাগত।' কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান, 'এতবড় পদক্ষেপ করার জন্য।' অপরদিকে তখন হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় আরও এক প্রবীণ ব্যক্তিকে। এরপরেই ব্যাকগ্রাউন্ডে আমির খানের ভয়েস ওভারে শোনা যায়, 'দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে। কেন এমনটা হয়? আর সেকারণেই ব্যাঙ্কিং সেক্টরের সমস্ত প্রথা নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।'

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

বিজ্ঞাপনের এই ভিডিয়োটি ট্যুইটারে পোস্ট করে AB Small Finance Bank-কর্তৃপক্ষকে তোপ দাগতে এবং বিজ্ঞাপন নির্মাতাদের মূর্খ বলতেও ছাড়লেন না বিবেক অগ্নিহোত্রী। তিনি লিখেছেন, 'আমি ঠিক বুঝতে পারলাম না, ব্যাঙ্ক কবে থেকে সমাজ এবং ধর্মীয় প্রথাকে বদলানোর দায়িত্ব নিল? আমার মনে হয় কিছু করতে হলে @aubankindia-র উচিত ব্যাঙ্কিং ব্যবস্থায় যে দূর্নীতি রয়েছে তা দূর করা। এধরনের ভুলভাল কথা বলেন, আর তারপর বলবেন হিন্দুরা ট্রোল করছে। মূর্খ।'

বিবেক অগ্নিহোত্রীর এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ বিজ্ঞাপনে সমাজিক প্রথা ভাঙা নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সমর্থনে মুখ খুলেছেন। আবার কেউ কেউ বলেছেন, এই বিজ্ঞাপনটি পিতৃতান্ত্রিকতার বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়েছে।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.