এফটিআইআই-তে ছাত্রদের আন্দোলনে এবার সমর্থন আমির খানের

অনুপম খের, শেখর কাপুর, ঋষি কাপুরদের পর এবার আমির খান। এফটিআইআই ইস্যুতে ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়ালেন আমির খান। আমির বলেছেন, 'এফটিটিআই-এর মত ফিল্ম শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের আন্দোলনের ঘটনা দুর্ভাগ্যজনক। কর্তৃপক্ষের উচিত আন্দোলনকারী ছাত্রদের দাবি খতিয়ে দেখা, গুরুত্ব সহকারে শোনা।'

Updated By: Sep 15, 2015, 05:08 PM IST
এফটিআইআই-তে ছাত্রদের আন্দোলনে এবার সমর্থন আমির খানের

ওয়েব ডেস্ক: অনুপম খের, শেখর কাপুর, ঋষি কাপুরদের পর এবার আমির খান। এফটিআইআই ইস্যুতে ছাত্রদের আন্দোলনের পাশে দাঁড়ালেন আমির খান। আমির বলেছেন, 'এফটিটিআই-এর মত ফিল্ম শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের আন্দোলনের ঘটনা দুর্ভাগ্যজনক। কর্তৃপক্ষের উচিত আন্দোলনকারী ছাত্রদের দাবি খতিয়ে দেখা, গুরুত্ব সহকারে শোনা।'

এফটিআইআই পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন দেশের বহু চলচ্চিত্র তারকা থেকে শুরু করে আরও অনেক বিশিষ্টরাই৷

প্রসঙ্গত, এফটিআইআই-তে বিজেপি ঘনিষ্ঠ অভিনেতা গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যান পদে বসানোর পরই শুরু হয় আন্দোলন। আন্দোলনকারীদের বক্তব্য, এত বড় একটা প্রতিষ্ঠানের প্রধান পদে বসার কোনও যোগ্যতাই নেই গজেন্দ্র-র। বিজেপি ঘনিষ্ঠ গজেন্দ্রর ফিল্মি কেরিয়ারে একমাত্র বড় কাজ টেলিসিরিয়াল মহাভারত-এর যুধিষ্ঠিরের চরিত্রে অভিনয় করা। অনেক চাপের পরেও গজেন্দ্র পদত্যাগ করেননি। এতে আন্দোলন আরও তীব্র হয়। এখন অনশনে বসেছেন ছাত্ররা।  বিক্ষোভের সময় অনেক শিক্ষার্থীর হাতেই 'মোদীজি, আমরা আপনার হাতের পুতুল হতে চাই না' এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা গিয়েছে।

.