Union Budget 2025 | TDS: প্রবীণদের জন্যও দ্বিগুণ হচ্ছে ছাড়, TDS-এও স্বস্তি দিলেন নির্মলা!

TDS TCS Rationalizing: ফিক্সড ডিপোজিটের সুদের উপর করছাড় প্রবীণ নাগরিকদের জন্য দ্বিগুণ করা হচ্ছে। 

Updated By: Feb 1, 2025, 02:33 PM IST
Union Budget 2025 | TDS: প্রবীণদের জন্যও দ্বিগুণ হচ্ছে ছাড়, TDS-এও স্বস্তি দিলেন নির্মলা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজেটের শুরুতেই নির্মলা সীতারামণ ঘোষণা করেছিলেন এবারের বাজেটে ফোকাসে থাকবে মধ্যবিত্তরা। বাজেট বক্তৃতা শেষ হতে দেখা গেল, এবার বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়করে বিশাল ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি, এবার বাজেটে TDS-এও ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো কথা ঘোষণা করেছেন নির্মলা। প্রবীণদের জন্য দ্বিগুণ হচ্ছে ছাড়।

নির্মলা সীতারামণ ঘোষণা করেছেন, ফিক্সড ডিপোজিটের সুদের উপর করছাড় প্রবীণ নাগরিকদের জন্য দ্বিগুণ করা হচ্ছে। ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ করা হচ্ছে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটের সুদের উপর করছাড়। পাশাপাশি, বাড়িভাড়ায় TDS-এর ক্ষেত্রেও বাড়ছে বার্ষিক ঊর্ধ্বসীমা। ২ লাখ ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৬ লাখ।অর্থাৎ বর্তমানে ভাড়াটিয়ারা ২০ হাজার টাকা প্রতি মাসে বাড়িভাড়ার উপর যে TDS কাটাতেন, সেটার লিমিট বেড়ে এবার ৫০ হাজার টাকা হচ্ছে।

সেইসঙ্গে বিদেশ থেকে আয়ের ক্ষেত্রেও TCS ছাড়ের সীমা বাড়ছে। ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১০ লাখ। আর বিদেশে উচ্চশিক্ষার জন্য এডুকেশন লোনে লাগবে না কোনও TCS। প্রসঙ্গত আগামী সপ্তাহেই আসছে নতুন আয়কর বিল। 

আরও পড়ুন, Union Budget Income Tax Announcement 2025: ১২ লাখ টাকা পর্যন্ত আয় করশূন্য! আয়করে বিশাল ছাড়ের ঘোষণা নির্মলার...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.