করোনার প্রকোপে ক্ষতির মুখে ফিল্ম ইন্ডাস্ট্রি, পারিশ্রমিকে কাটছাঁট হতে পারে তারকাদের
পারিশ্রমিকে কাটছাঁট হতে পারে বলিউডের শাহরুখ, সলমন, অক্ষয়, দীপিকা, আলিয়াদের মত তারকাদেরও।
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের কারণে বড়সড় ক্ষতির মুখে পড়বে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এই ক্ষতির হিসাব চোকাতে হতে পারে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেক কলাকুশলীকেই। পারিশ্রমিকে কাটছাঁট হতে পারে বলিউডের শাহরুখ, সলমন, অক্ষয়, দীপিকা, আলিয়াদের মত তারকাদেরও। এমনটাই মনে করছেন বানিজ্য বিশেষজ্ঞরা।
CNN-এর প্রতিবেদন অনুসারে, বানিজ্য বিশ্লেষক কমল নাথ বলেছেন, লকডাউন মিটে গেলে যদিও সিনমা হল গুলি খোলাও হয়, তাহলেও আগের মতো টিকিট বিক্রি করা যাবে না। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সিনেমা হল খুললেও ৫০ শতাংশ টিকিটই বিক্রি করা সম্ভব হবে। কারণ, সেক্ষেত্রে দুই দর্শকের মাঝে সিটটি ফাঁকা রাখতে হবে। এক্ষত্রে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে। করোনার প্রকোপ, লকডাউনের কারণে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ২৫০০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-'শাহজাহান রিজেন্সি'-র গান গেয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নজর কাড়লেন চ্যাং
আরও পড়ুন-'শাহজাহান রিজেন্সি'-র গান গেয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নজর কাড়লেন চ্যাং
আরও পড়ুন-লকডাউনে বাড়িতে সেলাই করে গাউন বানিয়ে গ্র্যাজুয়েশন সেরিমনি হল অমিতাভ বচ্চনের নাতনির
এদিকে E-Times-এর প্রতিবেদন অনুসারে তরণ আদর্শ, কমল নাথ-দের মতো বানিজ্যিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, পরিস্থিতি সামাল দিতে হয়তবা শাহরুখ, সলমন, আমির, অক্ষয়, রণবীর, বরুণ, দীপিকা, আলিয়াদের মতো সুপারস্টার তারকাদের পারিশ্রমিকে কাটছাঁট হতে পারে। কারণ পরিস্থিতির চাপে সিনেমার বাজেটে কাটছাঁট হলে তারকাদের পারিশ্রমিকেও কাটছাঁট হওয়া অবশ্যম্ভাবী।
জানা যাচ্ছে, বলিউডের হায়েস্ট পেড অ্যাক্টরদের মধ্যে শাহরুখ, সলমন, আমির, অক্ষয়রা প্রতি ফিল্ম পিছু ৪০-৬০ কোটি টাকা মতো পারিশ্রমিক নেন। রণবীর সিং, বরুণ ধাওয়ানরা প্রায় ২৫ থেকে ৩০ কোটি টাকা পারিশ্রমিক নেন। অন্যদিকে দীপিকা, আলিয়ারা নেন ৫-১৩ কোটি টাকার মতো পারিশ্রমিক। সেক্ষেত্রে এদের সকলেরই পারিশ্রমিকে কাটছাঁট হতে পারে বলেই মনে করছেন বানিজ্য বিশ্লেষকরা।