WATCH | India's National Anthem | ICC Champions Trophy 2025: যত কাণ্ড লাহোরে; মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, স্টেডিয়াম শুনল 'জন গণ মন'!

India's National Anthem: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে স্টেডিয়ামে বাজানো হল 'জন গণ মন'!

Updated By: Feb 22, 2025, 04:43 PM IST
WATCH | India's National Anthem | ICC Champions Trophy 2025: যত কাণ্ড লাহোরে; মাঠে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, স্টেডিয়াম শুনল 'জন গণ মন'!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (Australia Vs England)। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) চতুর্থ ম্যাচের শুরুতেই বিরাট ভুল হয়ে গেল! 

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত 'অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার' (Advance Australia Fair) -এর পর 'গড সেভ দ্য কিং' (God Save The King) বাজানোর কথা ছিল টসের আগে। কিন্তু লাহোর অবাক হয়ে গেল, যখন স্টেডিয়ামে এই দুই দেশের জাতীয় সংগীতের বদলে ভারতের জাতীয় সংগীত 'জন গণ মন' (Jana Gana Mana) বাজানো হল...

আরও পড়ুন: '৬০ বলে ১০০ করবে'! মহাযুদ্ধে ছক্কার রকেটেই মুছে যাবে পাকিস্তান, ভবিষ্যদ্বাণী যুবির

মাঠে দাঁড়িয়ে থাকা দুই দেশের অধিনায়ক স্টিভ স্মিথ ও জস বাটলারও থ হয়ে গিয়েছিলেন ঘটনার আকস্মিকতায়। যদিও আয়োজকরা ভুল বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে 'জন গণ মন' বন্ধ করে 'অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার' বাজায়। এই ঘটনার ভিডিয়ো এখন নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে...

আরও পড়ুন: 'যতই জোর লাগাও এবার কিন্তু...'আইআইটি বাবা'র ভারত-পাক ম্যাচের ভবিষ্যদ্বাণী ভাইরাল

টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইংল্যান্ড ব্যাট করতে নেমে ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছে। ওপেনার বেন ডাকেট ৮৪ রানে ও চারে নামা জো রুট ৬০ রানে ব্যাট করছে। ওপেন করতে নেমে ফিল সল্ট ৬ বলে ১০ রান করে আউট হয়ে গিয়েছেন। তিনে নেমে জেমি স্মিথ ১৩ বলে ১৫ করে আউট হয়েছেন। দুই উইকেটই নিয়েছেন বেন ডোয়ারশুইস। সল্ট এবং স্মিথ অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েছেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.