মাঝ রাস্তায় ছুটে আসছেন সন্দীপ্তা, ভাইরাল অভিনেত্রীর ভিডিয়ো
অভিনেত্রী নিজে শেয়ার করেন ভিডিয়ো
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![মাঝ রাস্তায় ছুটে আসছেন সন্দীপ্তা, ভাইরাল অভিনেত্রীর ভিডিয়ো মাঝ রাস্তায় ছুটে আসছেন সন্দীপ্তা, ভাইরাল অভিনেত্রীর ভিডিয়ো](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/11/23/290181-snndididptaa.jpg)
নিজস্ব প্রতিবেদন: নতুন ভিডিয়ো শেয়ার করলেন সন্দীপ্তা সেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নয়া ভিডিয়ো শেয়ার করেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। যেখানে বিশ্ব বাংলা গেটের সামনে ভিডিয়ো শুট করতে দেখা যায় অভিনেত্রীকে।
আরও পড়ুন : ভারতী, হর্ষের গ্রেফতারি, এবার বিস্ফোরণ ঘটালেন জনি লিভার
দেখুন...
হলুদ রঙের পোশাক পরে, চোখে রোদ চশমা এঁটে সন্দীপ্তা যখন নতুন ভিডিয়ো প্রকাশ করেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, সেই সময় তাঁর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পাশাপাশি রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে, সন্দীপ্তা যা করছেন, তাতে যে কোনও মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করেন। তবে ওই ধরনের পোশাক পরে সন্দীপ্তা যেভাবে ভিডিয়ো শুট করেন, সেখান তাঁকে অসাধারণ লাগছে বলেও অনেকে মন্তব্য করতে শুরু করেন। সবকিছু মিলিয়ে সন্দীপ্তার ইনস্টাগ্রামের ওই ভিডিয়ো নিয়ে আপাতত জোর চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।