চার দশক পর জনপ্রিয় পপ ব্যান্ড Abba-র নতুন অ্যালবাম, অপেক্ষায় ফ্যানেরা
আগামী বছর লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে তাঁদের কামব্যাক কনসার্ট।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ চল্লিশ বছর পর আবারও ফিরল সুইডিশ পপ মিউজিক ব্যান্ড আব্বা। অনেকদিন ধরেই তাঁদের পুনর্মিলনের অপেক্ষায় ছিল ফ্যানেরা। আগামী নভেম্বরেই মুক্তি পেতে চলেছে তাঁদের নতুন অ্যালবাম। তবে শুধুই অ্যালবাম নয়, আগামী বছর লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে তাঁদের কামব্যাক কনসার্ট। এরপর আরও বেশ কয়েকটি কনসার্টের পরিকল্পনা রয়েছে আব্বার (Abba)।
আরও পড়ুন: মালদ্বীপে বিকিনিতে লাস্যময়ী Sunny Leone, নায়িকার ছবিতে মজে নেটিজেনরা
তাঁদের আগামী অ্যালবামের নাম হতে চলেছে ভয়েজ। ১৯৮১ সালের পর আর একসঙ্গে স্টেজে ওঠেননি বেনি অ্যান্ডারসন(Benny Andersson) , অ্যাগনেথা ফলৎসকগ (Agnetha Fältskog), আন্নি-ফ্রিদ লাইংগস্টাড(Anni-Frid Lyngstad), বিয়র্ন আলভেউস (Björn Ulvaeus)। আবারও ২০২১এ এক হলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পপ ব্যান্ডের তারকারা। আগামী ৫ই নভেম্বর প্রকাশিত হতে চলেছে তাঁদের অ্যালবাম। ইতিমধ্যেই অনলাইনে প্রকাশিত হয়েছে সেই অ্যালবামের দুটো গান "I Still Have Faith In You"এবং "Don't Shut Me Down"। আগামী বছর লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হবে তাঁদের কামব্যাক কনসার্ট। সেই কনসার্টে এই দুই নতুন গানের সঙ্গে থাকবে আরও কুড়িটা গান। আপাতত আগামী ৫ নভেম্বরের অপেক্ষায় দিন কাটছে আব্বার ফ্যানেদের।