Zee Real Heroes Awards 2024: 'ইমপ্যাক্ট পার্সোনালিটি অফ দ্য ইয়ার' সম্মানে সম্মানিত অজয় দেবগন...

Ajay Devgn: অজয় দেবগন 'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস' ২০২৪ এ 'ইমপ্যাক্ট পার্সোনালিটি অফ দ্য ইয়ার' পুরস্কার জিতেছেন। তাঁকে 'মেগা পারফর্মার অফ দ্য ইয়ার' পুরষ্কার দেওয়া হয়েছিল, ভারতীয় চলচ্চিত্রে তাঁর প্রতিভা এবং অবদানকে প্রকাশ করেছে এই পুরষ্কার।

Updated By: Jan 15, 2025, 04:28 PM IST
Zee Real Heroes Awards 2024: 'ইমপ্যাক্ট পার্সোনালিটি অফ দ্য ইয়ার' সম্মানে সম্মানিত অজয় দেবগন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অজয় দেবগন, বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা, 'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস' ২০২৪-এ 'ইমপ্যাক্ট পার্সোনালিটি অফ দ্য ইয়ার' পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। ভারতীয় চলচ্চিত্র শিল্পে তাঁর বহুমুখীতা এবং অসাধারণ অবদানের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয়। অজয়, ​​নিজেকে একজন পাওয়ার হাউস পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অনেকদিনই। এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, একজন প্রযোজক এবং পরিচালক হিসেবেও।

আরও পড়ুন: Madhuri Dixit: বছরের শুরুতেই বড় চমক! মাধুরীকে ৬ কোটির গাড়ি উপহার দিলেন...

তাঁর কর্মজীবন জুড়ে, অজয় ​​ধারাবাহিকভাবে বিভিন্ন ঘরানায় অসামান্য পারফরম্যান্স দিয়ে গেছেন আমাদের, তাঁর জনপ্রিয় চরিত্রগুলির মাধ্যমে সকলের মন জয় করেছেন তিনি। সিনেমার প্রতি তাঁর অদম্য আবেগ তাঁকে অন্যতম সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে।

অজয় দেবগনকে 'মেগা পারফর্মার অফ দ্য ইয়ার' পুরষ্কার এনে দিয়েছে একটি বিশেষ স্বীকৃতি যা ভারতীয় চলচ্চিত্রে তাঁর ব্যতিক্রমী প্রতিভা ও অবদানকে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। এই বছরটিকে অভিনেতার জন্য একটি উত্তেজনাপূর্ণ বছর বলে মনে করা হয়। 

আরও পড়ুন: Adult star Bonnie Blue: ১২ ঘণ্টায় ১০০০ পুরুষের সঙ্গে সেক্স! 'প্রথম ৪ ঘণ্টার পর...', ভয়ংকর দাবি পর্নতারকার...

অজয় 'ভোলা'-তে তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের আবারও মন ভরিয়ে দিয়েছিলেন। যেখানে তিনি তাঁর ছবির চরিত্রগুলির মাধ্যমে তাঁর উগ্রতা এবং ধার্মিক ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলছিলেন, সেখানে এই ছবির অভিনয় দর্শকদের এক ভিন্ন স্বাদ এনে দিয়েছে। এই ছবিটি আবেগের সঙ্গে পর্দায় আদেশ দেওয়ার ক্ষমতাকে দেখানো হয়েছে। উপরন্তু; অজয়, ​​কিংবদন্তি ফুটবল কোচের জীবনের উপর ভিত্তি করে একটি জীবনীমূলক ক্রীড়ার নাটক ময়দানে অভিনয় করেছিলেন। তিনি তাঁর বিভিন্ন চরিত্রে অভিনয় করার অসাধারণ ক্ষমতাকে দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সাহস্যের সঙ্গে। 'সিংহম এগেইন'-এ তাঁর ভূমিকা অনেকটাই আকর্ষণীয় করে তুলেছিল দর্শকদের সামনে, সেখানে তিনি একজন রাগী পুলিশ। আবার 'বাজিরাও সিংগাম' এও তাঁর অভিনয় তাঁকে অসাধারণ করে তুলেছিল। আবার 'শয়তান', 'অরন মে কাহান দম থা', এবং 'নাম' এর মতো ছবিগুলিতে তিনি তাঁর অসাধারণ বহুমুখিতাকে সকলের সামনে তুলে ধরেছে।

 

আরও পড়ুন: Chandramouli Biswas: কাজের অভাব বা অর্থকষ্ট নয়! চন্দ্রমৌলির আত্মহত্যার আসল কারণ জানালেন আইনজীবী...

তাঁর অসাধারণ অভিনয় জীবনের বাইরে, তিনি একজন সফল প্রযোজক হিসাবেও যথেষ্ঠ জনপ্রিয়। তাঁর অসাধারণ কাজ  ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যত গঠনে প্রভাব বিস্তার করেছে। তাঁর এই অভিনয়গুলিই 'ইমপ্যাক্ট পার্সোনালিটি অফ দ্য ইয়ার' পুরস্কার পেতে সাহায্য করেছে তাঁকে। 'জি রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস' ২০২৪-এ এই সম্মানটি ছিল বিনোদন শিল্পে তাঁর একটি অসাধারণ অবদান। যেহেতু অজয় ​​বড় পর্দায় এবং চলচ্চিত্র জগতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে চলেছেন, তাই তাঁর ভক্তরা তাঁর ভবিষ্যত অভিনয়গুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.