দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন! আশঙ্কায় মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি হাতরাচ্ছেন অমিতাভ

 সম্প্রতি নিজের ব্লগে এমনই আশঙ্কার কথা লিখেছেন অমিতাভ বচ্চন।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 12, 2020, 01:23 PM IST
দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছেন! আশঙ্কায় মায়ের সঙ্গে ছোটবেলার স্মৃতি হাতরাচ্ছেন অমিতাভ

নিজস্ব প্রতিবেদন : বয়স যত বাড়ছে, শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। আগেই অমিতাভ বচ্চন জানিয়েছিলেন তাঁর লিভারের মাত্র ২৫ শতাংশ কাজ করে। এবার দৃষ্টি শক্তি হারানোর আশঙ্কায় ভুগছেন বিগ বি। সম্প্রতি নিজের ব্লগে এমনই আশঙ্কার কথা লিখেছেন অমিতাভ বচ্চন।

অমিতাভ তাঁর নিজের ব্লগে লিখেছেন, ''চোখের সামনের সবকিছুই যেন ঝাপসা দেখি। আজকাল সবকিছুই যেন দুটো করে দেখছি। আমার মনে হচ্ছে আমি হয়ত দৃষ্টিশক্তি হারাতে বসেছি। আরও হাজারো শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ছি।'' এসবের মাঝেই ছোটবেলার স্মৃতি রোমন্থন করেছে বর্ষীয়ান অভিনেতা। লিখেছেন, ''ছোটবেলায় চোখে কিছু হলেই মা (তেজি বচ্চন) শাড়ির আঁচলের শেষ অংশ গোল করে মুখের ভাপ চোখে দিয়ে দিতেন। তাতেই সব সমস্যা মিটে যেত।''

আরও পড়ুন- বরুণ ধাওয়ানের পরিবারে করোনার থাবা, আক্রান্ত বরুণ ধাওয়ানের আত্মীয়, নিজের জানালেন অভিনেতা

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

অমিতাভ বচ্চন আরও লিখেছেন, ''মায়ের সেই পদ্ধতি অনুসরণ করেই গরম জলে ছোট তোয়ালে ভিজিয়ে চোখে দি। চিকিৎসকের পরামর্শ মেনে প্রতি ঘণ্টায় ঘণ্টায় চোখে ড্রপ দিচ্ছি। তাঁরা অবশ্য আমায় আশ্বস্ত করেছেন আমি অন্ধ হচ্ছি না। কম্পিউটারের সামেন বেশি সময় কাটানোর জন্যই এমনটা হচ্ছে। চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে। এই আর কি... তবে হ্যাঁ, মায়ের ছোটবেলার সেই পদ্ধতি বেশ কাজে লাগছে।''

আরও পড়ুন-বিশ্বজুড়ে করোনার থাবা, এই পরিস্থিতিতে প্রেমিকের সঙ্গে সুইৎজারল্যান্ডে রয়েছেন মোনালি ঠাকুর

প্রসঙ্গত, হাজারো শারীরিক সমস্য থাকা সত্ত্বেও বিগ বি কিন্তু অভিনয়ের কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। তাঁর হাতে এই মুহূর্তেও রয়েছে 'ব্রহ্মাস্ত্র', 'গুলাবো সিতারো', 'চেহেরে', 'ঝুন্ড' একাধিক ছবির কাজ।

আরও পড়ুন-বিশ্বজুড়ে মহামারী, বেড়াতে যাওয়ার উপায় নেই, নেদারল্যান্ডের মন পড়ে নুসরতের!

.