Swastika Mukherjee: টিকিট কেটেও কেন ইডেনে যেতে পারলেন না স্বস্তিকা? চরম প্রতারণায় ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী...

IND vs ENG: কলকাতায় বুধবার সন্ধে ৭টা থেকে ছিল ভারত বনাম ইংল্যান্ডের দ্বৈরথ। ইডেন গার্ডেন্স -এ সন্ধে ৭টা থেকে শুরু হয় এই ম্যাচ। তার আগেই বিপাকে স্বস্তিকা। 

Updated By: Jan 23, 2025, 01:31 PM IST
Swastika Mukherjee: টিকিট কেটেও কেন ইডেনে যেতে পারলেন না স্বস্তিকা? চরম প্রতারণায় ক্ষোভে ফুঁসছেন অভিনেত্রী...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনলাইন ডেলিভারি বয় যে এমন কাণ্ড ঘটাবেন তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি স্বস্তিকা মুখোপাধ্যায়। ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কেটেছিলেন অভিনেত্রীর সহকারী। কিন্তু চূড়ান্ত হয়রানির শিকার তিনি। অভিযোগ, মাঝপথেই নাকি সেই টিকিট দুটি নিয়ে চম্পট দেয় ওই ডেলিভারি বয়। এদিকে ঘটনার প্রায় ১৩-১৩ পরেও চুপ স্যুইগি। এমনকী খোঁজ মেলেনি ডেলিভারি বয়েরও। 

আরও পড়ুন, Saif Ali Khan Security: হাসপাতাল থেকে ফিরেই বাঙালি অভিনেতার শরণাপন্ন সইফ, তাঁকেই দিলেন নিরাপত্তার দায়িত্ব...

স্বস্তিকার দাবি মঙ্গলবার, সুইগি জিনি-র প্রতিনিধি ভারত-ইংল্যান্ড ম্যাচের দুটো টিকিট নিয়ে রীতিমতো বেপাত্তা! এই ঘটনায় চুপ স্যুইগি সংস্থাও। অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। শেষমেশ সোশাল মিডিয়ার দ্বারস্থ হয়ে সহকারীর সঙ্গে ঘটা দুর্ভাগ্যজনক ঘটনা নিজেই শেয়ার করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর সহকারী সৃষ্টি জৈনের সঙ্গে হাওয়া এই ঘটনা শেয়ার করে স্বস্তিকা ক্ষোভ উগরে দিলেন। 

তিনি জানান, স্বস্তিকার ম্যানেজার সৃষ্টি তাঁর সঙ্গীর বাবার জন্য বুধবারের ম্যাচের টিকিট অর্ডার করেছিলেন। সৃষ্টি তাঁর বাবার জন্যই এই টিকিট কেনেন, যিনি কানপুর থেকে উড়ে এসেছিলেন কলকাতায় ম্যাচ দেখার জন্য। সুইগি জিনির টিকিট দুটি পৌঁছে দেওয়ার কথা ছিল নিউটাউনে। এই অ্যাপে ডেলিভারি বয়কে ট্র্যাক করার অপশনও রয়েছে। টিকিট দুটি নেওয়ার কিছুক্ষণ পর থেকেই, সঠিক স্থানে পৌঁছনোর পরিবর্তে ফোন ধরা বন্ধ করে দেন ওই ডেলিভারি বয়। একাধিকবার বিভিন্ন নম্বর থেকে ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এমনকী স্বস্তিকা ও সৃষ্টির নম্বরও দুটিও নাকি ব্লক করে দেয় ওই ডেলিভারি বয়। বারে বারে, বিভিন্ন নম্বর থেকে ফোন করেও সেই ডেলিভারি বয় ঠিক কোথায় রয়েছে তা জানা যায়নি। টিকিট তাঁদের কাছে পৌঁছয়নি কিন্তু অ্যাপে দেখানো হচ্ছে, দুটি টিকিটই যথাস্থানে, যথাসময়ে পৌঁছে দেওয়া হয়েছে। এমনকী স্যুইগিকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। 

আরও পড়ুন, Kapil Sharma | Rajpal Yadav: পাকিস্তান থেকে খুনের হুমকি মেইল কপিল শর্মাকে! রাজপাল-রেমোকেও...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.