Netflix Subscription Fee Increase: সিরিজপ্রেমীদের মাথায় হাত! ফের বাড়ছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন প্যাকেজের দাম...
Netflix Subscription Fee Increase: জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন, জেক পল ও মাইক টাইসনের মধ্যকার বক্সিং ম্যাচসহ বিভিন্ন কনটেন্ট নেটফ্লিক্সের নতুন গ্রাহক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছিল। ২০২৪ সালের শেষ কয়েক মাসে প্রায় ১ কোটি ৯০ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সংস্থাটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের বেশ কয়েকটি দেশে সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। ২০২৪ সালের শেষ কয়েক মাসে প্রায় ১ কোটি ৯০ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সংস্থাটি। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৬ লাখ নতুন গ্রাহক যোগ হওয়ার পূর্বাভাস থাকলেও প্রতিষ্ঠানটি এর চেয়ে অনেক বেশি গ্রাহক অর্জনে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, ভবিষ্যতে শুধু মূল মাইলফলক অতিক্রম করলে অর্থপ্রদানকারী সদস্যের সংখ্যা প্রকাশ করা হবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছিল।
নেটফ্লিক্স জানিয়েছে, আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, আর্জেন্টিনা এবং পর্তুগালে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। তবে যুক্তরাজ্যে সাবস্ক্রিপশন ফি বাড়ানো হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেছেন, এখনই জানানোর মতো কোনো তথ্য নেই। যুক্তরাষ্ট্রে প্রায় সব ধরনের সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য বাড়বে। বিজ্ঞাপনবিহীন স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি হবে ১৭ দশমিক ৯৯ ডলার, যা আগে ছিল ১৫ দশমিক ৪৯ ডলার। বিজ্ঞাপনসহ প্ল্যানের ফি এক ডলার বেড়ে হবে ৭ দশমিক ৯৯ ডলার।
জানা গেছে, জনপ্রিয় দক্ষিণ কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন, জেক পল ও মাইক টাইসনের মধ্যকার বক্সিং ম্যাচসহ বিভিন্ন কনটেন্ট নেটফ্লিক্সের নতুন গ্রাহক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া, বড়দিনে এনএফএল-এর দুটি ম্যাচ সম্প্রচার এবং ভবিষ্যতে আরও সরাসরি ইভেন্ট সম্প্রচারের পরিকল্পনা করেছে সংস্থাটি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমরা মাঝে মধ্যে আমাদের গ্রাহকদের কাছ থেকে সামান্য বেশি খরচ চাওয়ার সিদ্ধান্ত নেই, যাতে নেটফ্লিক্সের মানোন্নয়নে বিনিয়োগ করতে পারি।
২০২৭ এবং ২০৩১ সালের ফিফা নারী বিশ্বকাপের সম্প্রচারাধিকারও কিনে নিয়েছে নেটফ্লিক্স।এ অবস্থায় ২০২৪ সালের শেষ ত্রৈমাসিকে নেটফ্লিক্সের নিট মুনাফা দ্বিগুণ হয়ে ১৮০ কোটি ডলারে পৌঁছেছে। এ সময়ে তাদের বিক্রিও ৮৮০ কোটি ডলার থেকে বেড়ে ১ হাজার ২০ কোটি ডলারে উন্নীত হয়েছে। তবে আপাতত দাম বাড়ছে না ভারতে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)