Saif Ali Khan Stabbing Case: ঘুমাচ্ছিল সিকিয়োরিটি, সইফকে আক্রমণের সময় দাঁড়িয়ে দেখল ৪ স্টাফ! শকিং...

Saif Ali Khan: সইফকে ৬ দফায় কোপায় দুষ্কৃতী। পুলিসি তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সেই রাতে অ্যাপার্টমেন্টের দুই নিরাপত্তারক্ষীই ঘুমাচ্ছিল বলে দাবি করে ওই দুষ্কৃতী। এখানেই শেষ নয়, সইফকে কোপানো হচ্ছে দেখেও এগিয়ে আসেনি বাড়ির ৪ পুরুষ কর্মী। 

Updated By: Jan 22, 2025, 07:06 PM IST
Saif Ali Khan Stabbing Case: ঘুমাচ্ছিল সিকিয়োরিটি, সইফকে আক্রমণের সময় দাঁড়িয়ে দেখল ৪ স্টাফ! শকিং...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠিক যেন সিনেমার মতো। ১৬ জানুয়ারি রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টেই সইফ আলি খানের (Saif Ali Khan) উপর আক্রমণ হয়। ঘরে ঢুকে অভিনেতাকে রীতিমতো কোপায় দুষ্কৃতী। ইতোমধ্য়েই পুলিসের জালে সেই ব্যক্তি। পুলিসি তদন্তে জানা যায় যে ওই দুষ্কৃতী বাংলাদেশের অনুপ্রবেশকারী। মঙ্গলবার শরিফুলকে নিয়ে সইফের বাড়িতে আসেন মুম্বই পুলিসের কর্তারা। পুরো ঘটনা বিস্তারিত নাটক করে দেখায় সে। সেখানেই উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। 

আরও পড়ুন- Zeenat Aman: 'বাড়িতে একা, আচমকাই...', মৃত্যুর মুখে জিনাত আমান!

সেই রাতে অ্যাপার্টমেন্টের দুই নিরাপত্তারক্ষীই ঘুমাচ্ছিল বলে দাবি করে ওই দুষ্কৃতী। এক সিকিয়োরিটি গার্ড মেইন গেটের সামনে আর অন্যজন ঘুমাচ্ছিল কেবিনে। সেই সময়ই পাঁচিল টপকে অ্যাপার্টমেন্টের বাউন্ডারির ভেতর ঢোকে। যাতে পায়ের আওয়াজ না হয়, সেই কারণেই জুতো খুলে নেয় সে। এরপর উপরে উঠে যায়। পুলিসি তদন্তে উঠে আসে যে অ্যাপার্টমেন্টে থাকেন সইফ-করিনা, সেখানের মূল গেটে কোনও সিসিটিভি নেই। ফলে কারোর ঢোকার বা বের হওয়ার কোনও ফুটেজ নেই। 

তবে এর চেয়েও বেশি অবাক করা কাণ্ড ঘটে সইফের নিজের ঘরে। বান্দ্রার ওই অ্যাপার্টমেন্টের আট থেকে এগারো তলা জুড়ে থাকেন সইফ ও করিনা। ওই বিল্ডিংয়ের এগারোতলায় উঠে যায় দুষ্কৃতী। এরপর পাইপে করে নেমে আসে দশতলায়। সেখানেই বাথরুম দিয়ে সরাসরি ঢুকে পড়ে ঘরে। সেই ঘরেই ছিল জেহ। প্রথমে দেখেন ঘরের এক মহিলা গৃহকর্মী। সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বাজিয়ে দেয় সে। ছুটে আসেন সইফ। সেই সময়েই তাকে কোপায় ওই আক্রমণকারী। 

আরও পড়ুন- Saif Ali Khan Stabbing Case: প্রাণে বাঁচিয়েছিলেন সইফকে! সুস্থ হয়েই অটো চালককে ডেকে পাঠালেন অভিনেতা, ভজন পেলেন পুরষ্কারও...

সইফ রক্ষা পান ঘরের এক মহিলা গৃহকর্মীর জন্য। বুদ্ধি করে ওই দুষ্কৃতীকে ওই ঘরেই লক করে দেন ওই মহিলা স্টাফ। আহত হন আরেক মহিলা স্টাফও। সেই সময় বাড়িতে ছিল আরও চার পুরুষ গৃহকর্মী। তাদের মধ্যে একজন বিপদ বুঝে লুকিয়ে পড়ে ঘরেই। অন্য তিন জন ঘটনাস্থলে এলেও সইফকে বাঁচাতে এগিয়ে আসেননি একজনও। ভয়েই শিটিয়ে যায় তারা। আক্রমণকারীকে ঘরে আটকে দিলেও বাথরিম দিয়েই সে ফের পালায়। ঘরে আলগাই রাখা ছিল জুয়েলারি, সেসব ছুঁয়েও দেখেনি, একথা পুলিসকে জানান খোদ করিনাই। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.