দাদামণির জন্মশতবর্ষে চলচ্চিত্র উত্সব নন্দনে
পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভাগ্যদেবী তাঁর কপালে অন্য কিছু লিখেছিলেন। স্টুডিওতে শুটিং-এ হঠাত্ই একদিন নায়ক না আসায় পরিচালক ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিলেন। সেই পথ চলা শুরু অশোককুমারের। এই কিংবদন্তি অভিনেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে নন্দনে শুরু হয়েছে এক অভিনব ফিল্ম ফেস্টিভ্যাল।
পরিচালক হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ভাগ্যদেবী তাঁর কপালে অন্য কিছু লিখেছিলেন। স্টুডিওতে শুটিং-এ হঠাত্ই একদিন নায়ক না আসায় পরিচালক ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিলেন। সেই পথ চলা শুরু অশোককুমারের। এই কিংবদন্তি অভিনেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে নন্দনে শুরু হয়েছে এক অভিনব ফিল্ম ফেস্টিভ্যাল।
কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক নিবিড়। অন্তরের টান। দাদামণির জন্মশতবর্ষ উপলক্ষ্যে চলচ্চিত্র উত্সবে এই শহরে এসে অমোল পালেকর ডুবে গেলেন অশোককুমারের স্মৃতিচারণায়। অভিনয় জীবনে সব সময়েই বাহবা পেয়ে এসেছেন প্রয়াত এই কিংবদন্তি অভিনেতার কাছ থেকে। `গোলমাল`, `রজনীগন্ধা`-র মতো অবিস্মরণীয় সব ছবিতে অভিনয় করেও নিজেকে বলিউডের ঝাঁ-চকচকে জীবন থেকে দূরে রেখেছেন তিনি।