Saif Ali Khan: সেই ভয়ংকর রাতে রক্তেভেজা সইফকে নিয়ে ছুটেছিল অটো‌! মোটা অংকের পুরস্কার পেলেন চালক...

Saif Ali Khan Update: বাড়িতে একাধিক বিলাসবহুল গাড়ি থাকলেও, ছিল না একটাও ড্রাইভার। শেষমেষ অটোতে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন সইফ আলি খান। কে সেই অটো চালক?

Updated By: Jan 21, 2025, 10:43 PM IST
Saif Ali Khan: সেই ভয়ংকর রাতে রক্তেভেজা সইফকে নিয়ে ছুটেছিল অটো‌! মোটা অংকের পুরস্কার পেলেন চালক...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ জানুয়ারি এক ভয়াবহ রাতের মধ্যে দিয়ে গিয়েছিলেন সইফ আলি খান। যে ঘটনায় রীতিমত আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। রাত আড়াইটে নাগাদ মুম্বইয়ের বান্দ্রা লিঙ্কিং রোডের একটি গলি ধরে নিজের অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন ভজন সিংহ রানা। ঠিক তখনই সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাসভবন সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের সামনে এক নারীর চিৎকার শুনতে পান তিনি।

ওই নারী চিৎকার করে বলছিলেন, ‘রিকশা! রিকশা!’ চিৎকার শুনতে শুনতে ভজন প্রথমে কিছুটা এগিয়ে গেলেও পরে গাড়ি ঘুরিয়ে ওই বহুতলের গেটের সামনে অটো থামান। সেখানে গিয়ে দেখেন, সাদা কুর্তায় রক্তে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি নিজেকে পরিচয় দেন সইফ আলি খান হিসেবে। সইফ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন ভজনকে। 

আরও পড়ুন:Humyra Subah: 'আমার সঙ্গ কামনায় অনেক নামীদামি নেতা-মন্ত্রীর জিভে জল ঝরে!'

ভজন দেরি না করে যত দ্রুত সম্ভব সাইফকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন। এই মানবিক কাজের স্বীকৃতি হিসেবে ভজন সিংহ রানাকে ১১ হাজার টাকা পুরস্কার দিয়েছে একটি সংস্থা। পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ‘সেই সময় আমার একমাত্র লক্ষ্য ছিল তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া। তখন তো আমি বুঝতেই পারিনি, আমার অটোতে এত বড় একজন তারকা বসে আছেন। ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কারও জীবন বাঁচানোর চেষ্টা করতে পারা নিজেই একটা পুরস্কারের মতো।' সইফ আলি খানকে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়ায় ভজনের এই উদ্যোগ এখন প্রশংসিত হচ্ছে সর্বত্র।

অন্যদিকে, অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান। মঙ্গলবার দুপুরে ছাড়া পেলেন অভিনেতা। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও, এখনই ফের শ্যুটিংয়ে ফিরতে পারবেন না অভিনেতা। বরং আগামী কিছু দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। তবে যে 'সদগুরু শরণ' আবাসনে হামলা হয়, সেখানে যাবেন না সেইফ, কিছুটা দূরে 'ফরচুন হাউইটসে' উঠবেন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.