সেরা মান্না(বাংলা)
দীর্ঘ সাত দশক ধরে স্রোতাদের মুগ্ধ করেছেন মান্না দে। বাংলা ছবিতে তাঁর গাওয়া একডজন গান নিয়ে এই শ্রদ্ধার্ঘ।
দীর্ঘ সাত দশক ধরে স্রোতাদের মুগ্ধ করেছেন মান্না দে। বাংলা ছবিতে তাঁর গাওয়া একডজন গান নিয়ে এই শ্রদ্ধার্ঘ।
আমি যে জলসাঘরে
ছবি-অ্যান্টনি ফিরিঙ্গি(১৯৬৭)
বড় একা লাগে
ছবি-চৌরঙ্গি(১৯৬৮)
আমি যামিনী তুমি শশী হে
ছবি-অ্যান্টনি ফিরিঙ্গি(১৯৬৭)
কাহারবা না দাদরা বাজাও
ছবি-সন্যাসী রাজা(১৯৭৫)
মানুষ খুন হলে পরে
ছবি-চিরদিনের(১৯৬৯)
হয়তো তোমারি জন্য
ছবি-তিন ভূবনের পারে(১৯৬৯)
লেগেছে লেগেছে আগুন
ছবি-বসন্ত বিলাপ(1973)
ভারত আমার ভারতবর্ষ
ছবি-চারমূর্তি(১৯৭৮)
কে তুমি নন্দিনী
ছবি-তিন ভুবনের পারে(১৯৬৯)
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল
ছবি-ধন্যি মেয়ে(১৯৭১)
লাল নীল সবুজের মেলা বসেছে
ছবি-চিরদিনের(১৯৬৯)
কে প্রথম কাছে এসেছি
ছবি-শঙ্খবেলা(১৯৬৬)