গ্রেফতার সিদ্ধার্থ শুক্ল, অভিনেতাকে হিড়হিড় করে টেনে গাড়িতে তুলল পুলিস
ভাইরাল হতে শুরু করেছে সিদ্ধার্থ শুক্লর ভিডিয়ো
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![গ্রেফতার সিদ্ধার্থ শুক্ল, অভিনেতাকে হিড়হিড় করে টেনে গাড়িতে তুলল পুলিস গ্রেফতার সিদ্ধার্থ শুক্ল, অভিনেতাকে হিড়হিড় করে টেনে গাড়িতে তুলল পুলিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/01/31/231850-siddd-final-arrest.jpg)
নিজস্ব প্রতিবেদন : সলমন খানের পর এবার সিদ্ধার্থ শুক্ল। মুম্বইয়ের রাস্তায় নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর জন্য গ্রেফতার হতে হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাকে। কি অবাক লাগছে শুনে?
আরও পড়ুন : বিচ্ছেদের পর মা হচ্ছেন কল্কি, অভিনেত্রীর কাছে প্রাক্তন স্বামী
তাহলে দেখুন এই ভিডিয়ো...
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। ঘটনা ২০১৮ সালের ১১ জুলাই। ওইদিন মুম্বইয়ের রাস্তায় নিয়ন্ত্রণবিহীন গাড়ি চালানোর জন্য গ্রেফতার করা হয় সিদ্ধার্থ শুক্লকে। শুধু তাই নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর জন্য প্রকাশ্যে সিদ্ধার্থ শুক্লকে হিড়হিড় করে টেনে নিয়ে যায় পুলিস। প্রায় এক বছর আগের সেই ভিডিয়োই এবার ভাইরাল হতে শুরু করেছে সোশ্য়াল মিডিয়ায়।
আরও পড়ুন : বিয়ের আগের অনুষ্ঠান শুরু, উদিত-পুত্র আদিত্যর ভালবাসায় মগ্ন নেহা কক্কর!
বর্তমানে বিগ বসের ঘরে রয়েছেন সিদ্ধার্থ শুক্ল। সলমন খানের এই শোয়ে থাকাকালীন একাধিকবার বিতর্কে জড়ান এই অভিনেতা। কখনও দিল সে দিল তক-এর সহঅভিনেত্রী রেশমি দেশাইয়ের সঙ্গে বিতর্কে জড়ান সিদ্ধার্থ শুক্ল। আবার কখনও বসের ঘরের আর এক প্রতিযোগী শেহনাজ গিল-এর সঙ্গে সম্পর্কের জেরে জোর শোরগোল শুরু হয়ে যায়। সবকিছু মিলিয়ে সলমন খানের শোয়ে বর্তমানে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু হলেন সিদ্ধার্থ শুক্ল। এবার সেই অভিনেতারই একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।