রণবীরের সঙ্গে সংসার, ভবিষ্যত নিয়ে মুখ খুললেন দীপিকা
ভেবেচিন্তেই বলছেন বলে জানান দীপ্পি
![রণবীরের সঙ্গে সংসার, ভবিষ্যত নিয়ে মুখ খুললেন দীপিকা রণবীরের সঙ্গে সংসার, ভবিষ্যত নিয়ে মুখ খুললেন দীপিকা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/11/212905-798537-deepika-ranveer.jpg)
নিজস্ব প্রতিবেদন: ডিসেম্বরে গাঁটছড়া বেঁধেছেন দু'জনে। ইতালিতে বিয়ে সেরে বেঙ্গালুরু, মুম্বইতে রিসেপশনও সেরে ফেলেছেন। বিয়ের পর রণবীর প্রথমে 'সিম্বা' এবং '৮৩' নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে, দীপিকা ব্যস্ত 'ছপক' এবং '৮৩' নিয়ে। দুজনেই যখন বেজায় ব্যস্ত নিজেদের কেরিয়ার নিয়ে, সেই সময় তাঁরা কি পরিবার পরিকল্পনা শুরু করেছেন?
আরও পড়ুন : বিয়ের পর প্রথম পুজো, কেমন কাটল টেলি অভিনেত্রী নবনীতার, দেখুন
সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় দীপিকা পাডুকনকে। য়ার উত্তরে দীপিকা বলেন, তিনি এবং রণবীর দু'জনেই বাচ্চাদের ভালবাসেন। কিন্তু এই মুহূর্তে বাবা-মা হওয়ার কোনও পরিকল্পনা তাঁদের নেই। কেরিয়ারের এই পর্যায়ে এসে তাঁরা এই মুহূর্তে কোনওভাবেই সন্তানের কথা ভাবছেন না।
আরও পড়ুন : লাল শাড়ির ঐশ্বর্য, সৌন্দর্যের দাপটে রাই ঘুম কাড়ছেন ভক্তদের
এসবের পাশাপাশি দীপিকা আরও বলেন, একটি বয়সের পর সমাজে সবাই প্রশ্ন করতে শুরু করেন, কবে বিয়ে করছেন? বিয়ের পর শুরু হয় আরও একদফা নতুন প্রশ্নের পালা। যেখানে বার বার জিজ্ঞাসা করা হয়, সন্তান হচ্ছে কবে? কিন্তু সমাজের বিভিন্ন লোক নানা ধরনের প্রশ্ন করলেও, তাতে কিছু যায় আসে না তাঁদের। কারণ নির্দিষ্ট সময় না এলে, তাঁরা বাবা-মা হওয়ার চিন্তা ভাবনা করতে পারছেন না বলে স্পষ্ট জানান দীপ্পি।