১০টি এমন রোমহর্ষক ভূতের সিনেমা, যা কেড়ে নেবে রাতের ঘুম
ভূতের সিনেমার প্রতি টান বাচ্চা থেকে বুড়ো সকলের মধ্যেই দেখতে পাওয়া যায়। যতই কেউ বলুন না কেন ভূতকে ভয় পাই না আমি! একলা বাড়িতে বসে রাতের বেলায় ভূতের সিনেমা দেখার এক অন্য রকম জনপ্রিয়তা আছে। ইহ জগতে ভুত থাকুন বা নাই থাকুক, ভয় আমরা সকলেই পাই। একলা অন্ধকারে দম বন্ধ করা ভূতের সিনেমা দেখার পর রাতে খাটের পাশে কারোর উপস্থিতি কিন্তু সকলের মনেই কিঞ্চিত হয়ে থাকে। আর যাঁরা ভয় পান না, তাঁরা কিন্তু অবশ্যই দেখে ফেলুন কতগুলি রোমহর্ষক শর্ট ফিল্ম...
ওয়েব ডেস্ক: ভূতের সিনেমার প্রতি টান বাচ্চা থেকে বুড়ো সকলের মধ্যেই দেখতে পাওয়া যায়। যতই কেউ বলুন না কেন ভূতকে ভয় পাই না আমি! একলা বাড়িতে বসে রাতের বেলায় ভূতের সিনেমা দেখার এক অন্য রকম জনপ্রিয়তা আছে। ইহ জগতে ভুত থাকুন বা নাই থাকুক, ভয় আমরা সকলেই পাই। একলা অন্ধকারে দম বন্ধ করা ভূতের সিনেমা দেখার পর রাতে খাটের পাশে কারোর উপস্থিতি কিন্তু সকলের মনেই কিঞ্চিত হয়ে থাকে। আর যাঁরা ভয় পান না, তাঁরা কিন্তু অবশ্যই দেখে ফেলুন কতগুলি রোমহর্ষক শর্ট ফিল্ম...
১. দ্য পাসিং (The Passing)
দুজন ডিটেক্টিভ একটি ঘটনার তদন্তের জন্য যান। সেখানে একজন অদ্ভুত মহিলার সঙ্গে দেখা হয়। যাঁর ছোট মেয়ে হারিয়ে যায়। এরপর দেখুন পুরো সিনেমাটি...
২. হাই (Hi)
মানসিক অবসাদে ভুগছেন। যেখানেই যাচ্ছেন সেখানে একজন বাচ্চাকে দেখতে পাচ্ছেন। নিজের ডাক্তারকে ফোন করেও কিছুই লাভ হচ্ছে না। এরপর দেখুন শেষটা...
৩. হি টুইক হিস স্কিন অফ ফর মি (He Took His Skin Off For Me)
সহধর্মীনির জন্য নিজের ত্বক পরিত্যাগ করেছেন। তারপর স্বাভাবিক নিয়মেই চলছিল তাঁদের জীবন। কিন্তু হঠাৎই কি এমন হল যার জন্য বিষণ্ণ হয়ে গেলেন তিনি...
৪. লাইটস আউট (Lights Out)
রাতের অন্ধাকারকে কাজে লাগানো হয়েছে ফিল্মটির মধ্যে। অন্ধকার করলেই আস্তে আস্তে এগিয়ে আসে সে। কিন্তু কে সে?
৫. অ্যালেক্সিয়া (Alexia)
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বর্তমান প্রেমিকার সঙ্গে গল্প করতে গিয়ে প্রাক্তন প্রেমিকার খপ্পরে পড়ে যান। সেই প্রাক্তন প্রেমিকা আবার মৃত। প্রাক্তন প্রেমিকার প্রতিশোধের কাহিনী ফুটে উঠেছে ফিল্মটিতে...
৬. ডপেলগ্যাঙ্গার (Doppelganger)
বাড়ির আসার সময় স্বামীর থেকে আসা একটা অদ্ভুত ফোন। যা বদলে দেয় পুরো জীবন। কিন্তু সেই ফোন আসলে স্বামীর নয়। কীভাবে সম্ভব?
৭. টু এএম দ্য স্মাইলিং ম্যান (2AM- The Smiling Man)
রাত ২টোর সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই দেখা মেলে একজন হাস্যময় মানুষের সঙ্গে। কোনও কথা না বলেই তার পিছু নেয় মানুষটি। তারপর?
৮. বেডফেলো (Bedfellow)
রাতে ঘুমাছেন আপনার আপনি জনের পাশে শুয়ে। তারপর মাঝ রাতে হঠাৎ আপনার ফোনে তাঁরই ফোন। ভাবুন তো কি রকম লাগবে আপনার!
৯. মামা (Mama)
রাতে বাড়িতে মা আসলে খুবই ভালো লাগে। কিন্তু মায়ের মতো দেখতে অন্য কেউ আসে। তাহলে?
১০. ডিনার (Diner)
হাত বাঁধা এবং মাথা ঢাকা দেওয়া অবস্থায় জ্ঞান ফেরে তাঁদের। কিন্তু তারপর কি ঘটল? কে বাঁধল তাঁদের?