প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডকিন্স পুরস্কারে ভূষিত জাভেদ আখতার
জাভেদ আখতার বলেন, ''এই ভীষণই সম্মানিত বোধ করছি। আমি রিচার্ড ডকিন্সের একজন ভক্ত, যবে থেকে ওনার লেখা দ্যা সেলফিস জিন বইটি পড়েছি।''
নিজস্ব প্রতিবেদন : প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডকিন্স পুরস্কারে ভূষিত হলেন জাভেদ আখতার। ধার্মিক চেতনা, সমলোচনা, মতাদর্শ, সুবিবেচনা, মানবতাবাদী মূল্যবোধ সহ বিভিন্ন কারণে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কার পাওয়ার খবরে জাভেদ আখতার বলেন, ''এি ভীষণই সম্মানিত বোধ করছি। আমি রিচার্ড ডকিন্সের একজন ভক্ত, যবে থেকে ওনার লেখা দ্যা সেলফিস জিন বইটি পড়েছি।''
জাভেদ আখতারের এই প্রাপ্তির কথা টুইটারে জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তিনি লিখেছেন, ''চমৎকার একটা খবর, অভিনন্দন জাভেদ আখতার।''
আরও পড়ুন-নেপাল থেকে ২৪৭ জন পরিযায়ী শ্রমিককে ফেরালেন দেব
Such marvellous news . Congratulations @Javedakhtarjadu.To win an award from your Hero is the ultimate validation jaduakhtarhttps://www.ndtv.com/video/news/news/javed-akhtar-wins-richard-dawkins-a...
— Azmi Shabana (@AzmiShabana) June 7, 2020
গীতিকার, সুরকার, লেখক তথা চিত্রনাট্যকার জাভেদ আখতারকে শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুর, ঊর্মিলা মাতন্ডকর, দিয়া মির্জা সহ আরও অনেকেই।
Knowing that Richard Dawkins has been your hero since you read 'The Selfish Gene', the prestigious Richard Dawkins Award must be extra special for you @Javedakhtarjadu Saab! It's a truly incredible honour! Congratulations! pic.twitter.com/J5EXqP2I8g
— Anil Kapoor (@AnilKapoor) June 7, 2020
Javed Akhtar Saab has won the the prestigious Richard Dawkins Award 2020 for critical thinking, holding religious dogma upto scrutiny, advancing human progress and humanist values. He is the only Indian to have won this award! @Javedakhtarjadu Congratulations! You make us proud.
— Dia Mirza (@deespeak) June 7, 2020
Congratulations Javed sb for this prestigious Richard Dawkins Award. You are a strong voice in today’s shrinking space for critical thinking in religion, art, culture and politics.@Javedakhtarjadu
— S lrfan Habib (@irfhabib) June 7, 2020
Congratulations @Javedakhtarjadu
— Urmila Matondkar (@UrmilaMatondkar) June 7, 2020
এর আগে এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন মার্কিন টিভি সঞ্চালক, কৌতুকশিল্পী তথা রাজনৈতিক ভাষ্যকার বিল মাহের। পাশাপাশি এই এই একই পুরস্কারে ভূষিত হয়েছিলেন ব্রিটিশ-আমেরিকান বুদ্ধিজীবী, দার্শনিক, সমালোচক এবং লেখক ক্রিস্টোফার হিচেনসও এই পুরস্কার পেয়েছিলেন। রিচার্ড ডকিন্সের হলেন প্রখ্যাত ব্রিটিশ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, লেখক তথা দার্শনিক। তাঁর নামেই এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
আরো পড়ুন-সিরিয়ালের পর এবার ১০ জুন থেকে শুরু হচ্ছে সিনেমার শ্যুটিং, মিলল অনুমোদন