ক্যাটরিনার সঙ্গে এবার কার 'ঘনিষ্ঠ' ছবি প্রকাশ্যে এল..
![ক্যাটরিনার সঙ্গে এবার কার 'ঘনিষ্ঠ' ছবি প্রকাশ্যে এল.. ক্যাটরিনার সঙ্গে এবার কার 'ঘনিষ্ঠ' ছবি প্রকাশ্যে এল..](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/16/90882-slmn-kat.jpg)
ওয়েব ডেস্ক : সলমন খানের সঙ্গে তাঁর ব্রেক আপ হয়ে গেলেও, তার যেন এখনও জুড়ে রয়েছে। বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের ব্রেকআপ হওয়ার পর, সলমনের সঙ্গে ক্যাটের সম্পর্ক যেন আরও জোরদার হয়। আর তারপরই শুরু হয় টাইগার জিন্দা হ্যায়-র শ্যুটিং।
পরিচালক আলি আব্বাস জাফরের হাত ধরেই এবার ‘টাইগার জিন্দা হ্যায়’র শ্যুটিং শুরু করেছেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ। আর ওই শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই সলমনের সঙ্গে ক্যাটরিনার একের পর এক ছবি সামনে আসছে। আর এবার সলমন-ক্যাটরিনার আরও একটি ছবি প্রকাশ্যে এল। যেখানে সলমনের সঙ্গে ক্যাটরিনাকে বেশ কাছাকাছিই দেখা যাচ্ছে।
টাইগার জিন্দা হ্যায়-র শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই সলমনের সঙ্গে বলিউডের ‘বারবি ডলের’ রসায়ন নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। যদিও, এ বিষয়ে দু’জনের কেউই মুখ খোলেননি। তবে, ক্যাটরিনার সঙ্গে রসায়ন আরও দৃঢ় হওয়াতেই কি ইউলিয়া ভানটুরের সঙ্গে বিয়ে পর্বটা পিছিয়ে যাচ্ছে সলমনের? আপাতত সেই প্রশ্নই উঠছে বি টাউনে।
তবে সলমন-ক্যাটরিনা যে ফ্রেমে ছবি শেয়ার করেছেন, সেই একই ফ্রেমে দীপিকা পাডুন এবং ভিন ডিজেলের ছবিও রয়েছে। দেখুন সেই ছবি..