ছেলে না মেয়ে? বেআইনি প্রশ্নের কী উত্তর দিলেন শাহিদ-পত্নী!
ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মিশার ছবির ওপরে লেখা হয় 'Big Sistr'।
![ছেলে না মেয়ে? বেআইনি প্রশ্নের কী উত্তর দিলেন শাহিদ-পত্নী! ছেলে না মেয়ে? বেআইনি প্রশ্নের কী উত্তর দিলেন শাহিদ-পত্নী!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/15/128298-mira-ma.jpg)
নিজস্ব প্রতিবেদন : দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন শাহিদ-পত্নী মীরা। আর আপাতত এই আনন্দেই মেতে রেখেছে কাপুর ও রাজপুত পরিবার। ভক্তদের দ্বিতীয়বার মা হওয়ার খবর মীরা তাঁর প্রথম সন্তান মিশার মাধ্যমেই সকলকে জানান। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মিশার ছবির ওপরে লেখা হয় 'Big Sistr'।
সম্প্রতি, ইনস্টাগ্রামে ভক্তদের দ্বিতীয় সন্তান নিয়ে বিশেষ প্রশ্নের সম্মুখীন হতে হয় মীরাকে। তাঁকে প্রশ্ন করা হয় কী আসছে ছেলে না মেয়ে? আর এধরনের প্রশ্নের এক্কেবারেই যোগ্য জবাব দিয়েছেন মীরা। তিনি লেখেন, ''জানি না, আর ছেলে মেয়ে যাই আসুক তাতে কিছুই যায় আসে না। ''
প্রসঙ্গত এদেশে সন্তান জন্মের পূর্বে লিঙ্গ নির্ধারণ করা বেআইনি।
আরও পড়ুন-পাহাড়ি কন্যে কঙ্গনার মানালির বাংলোর অন্দরমহলের ভিডিওটি দেখেছেন?
পাশাপাশি মীরা রাজপুতকে প্রশ্ন করা হয়। ভালো অভিভাবকের সংজ্ঞা কী? সমসময় নিজের সন্তানকে নিজের ভালোটা দেবে। ভালো সময় কাটানোর চেষ্টা করবে, যাতে সেই স্মৃতিগুলি জীবনের তুচ্ছ জিনসপত্রের থেকে বেশি গুরুত্ব পায়। এছড়া নিজের বাবা-মা তোমাদের জন্য যা করেছে তার জন্য কৃতজ্ঞ থাকতে ভুলো না।
আরও পড়ুন-জুহি আমাকে কখনও ভালোবাসেনি, আবেগতাড়িত হয়ে মুখ খুললেন সচিন
আরও পড়ুন-ক্যান্সারের সঙ্গে লড়াই, ইরফানের এই চেহারা দেখলে চোখে জল আসবে