'ঘরে বসে বন্ধুত্বের ডাক', নুসরতের ছবি দিয়ে ডেটিং অ্যাপের প্রমোশন, অভিযোগ সাংসদের
তদন্ত শুরু করা হয়েছে বলে খবর
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
!['ঘরে বসে বন্ধুত্বের ডাক', নুসরতের ছবি দিয়ে ডেটিং অ্যাপের প্রমোশন, অভিযোগ সাংসদের 'ঘরে বসে বন্ধুত্বের ডাক', নুসরতের ছবি দিয়ে ডেটিং অ্যাপের প্রমোশন, অভিযোগ সাংসদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/21/276266-nus-appppsss.jpg)
নিজস্ব প্রতিবেদন : সাংসদের অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। একটি অ্যাপের প্রমোশনের জন্য বিনা অনুমতিতে ব্যবহার করা হয়েছে তাঁর ছবি। এমনই অভিযোগে সরব হলেন তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। বিষয়টি নিয়ে সাইবার সেলে অভিযোগও জানিয়েছেন সাংসদ অভিনেত্রী। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে খবর।
সম্প্রতি একটি অ্যাপের পাতায় উঠে আসে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরতের ছবি। যেখানে তাঁর ছবি ব্যবহার করে 'লকডাউনে ঘরে বসে বন্ধুত্বের ডাক' বলে একটি ক্যাপশন জুড়ে দেওয়া হয়। ওই অ্যাপের পাতায় তাঁর ছবি উঠে আসতেই সরব হন অভিনেত্রী। বিনা অনুমতিতে ওই অ্যাপে তাঁর ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন নুসরত জাহান। এরপরই বিষয়টি নিয়ে সাইবার সেলের দ্বারস্থ হন অভিনেত্রী সাংসদ। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নুসরত জাহান।