''আস্থা রাখুন, পুলিস সত্য সামনে নিয়ে আসবে'', সুশান্তের মৃত্যু নিয়ে জানাল পুলিস
এই পরিস্থিতিতে মুখ খুললেন মুম্বই পুলিসের ডেপুটি কমিশনা অভিষেক ত্রিমুখী।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দুসপ্তাহ পার হয়ে গিয়েছে। তবুও প্রিয় অভিনেতার এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না দেশবাসী। এমনকি এই মৃত্যুর ঘটনায় অনেকেই পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে মুখ খুললেন মুম্বই পুলিসের ডেপুটি কমিশনা অভিষেক ত্রিমুখী।
সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে এদিন অভিষেক ত্রিমুখী বলেন, ''আমরা এই ঘটনায় ইতিমধ্যেই ২৭ জনের বয়ান রেকর্ড করেছি। সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের যে রিপোর্ট পুলিসের হাতে এসেছে তাতে ৫জন চিকিৎসক সই করেছেন। সেখানে গলায় ফাঁস লাগিয়ে ঝোলার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যুর কথা বলে হয়েছে। এছাড়াও কিছু জিনিস আমরা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছি, সেগুলি ফরেন্সিক টিমকে ভালো করে খতিয় দেখার অনুরোধ করব। সুশান্ত সিং কেন আত্মহত্যা করেছেন? তা জানতে প্রতিটি বিষয় খতিয়ে দেখছে পুলিস। এবিষয়ে আমাদের সামনে কিছু তথ্য উঠে আসলেই আমরা জানাব। এই মামলায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু বলা হচ্ছে। তবে আস্থা হারাবেন না, পুলিস এই মামলায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। পুলিসের উপর ভরসা রাখুন। যেটা সত্য পুলিস তা প্রকাশ্যে আনবে। ''
আরও পড়ুন-ভিডিয়ো গেম খেলতে খেলতে গান ধরেছেন, গোবিন্দার গানে নাচছেন, ভাইরাল সুশান্তের ভিডিয়ো
Bandra police has recorded statements of 27 people so far in the #SushantSinghRajput's death case. We've got his detailed post-mortem report & doctors have clearly mentioned asphyxia due to hanging as cause of his death: Abhishek Trimukhe, Dy Commissioner of Police (DCP). #Mumbai pic.twitter.com/GlkoN0b91j
— ANI (@ANI) June 27, 2020
We are investigating the reason behind his suicide from every angle: Abhishek Trimukhe, Deputy Commissioner of Police (DCP). #Mumbai
— ANI (@ANI) June 27, 2020
আরও পড়ুন-সুশান্তের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে রিয়ার ভাই, সৌমিক চক্রবর্তীকে তলব পুলিসের
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মামলায় ইতিমধ্যে ২৭ জনের বয়ান রেকর্ড করেছেন পুলিস। এমনকি এই মামলায় রিয়া চক্রবর্তীর ভাই সৌমিক চক্রবর্তী ও অভিনেতার শেষ ছবি 'দিল বেচারা'র সহ অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীকে এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা যাচ্ছে।