Bangladesh Pakistan Flight: ভারতের সঙ্গে বাড়ছে দূরত্ব! পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করছে ইউনূস সরকার
Bangladesh Pakistan Flight: তুলনামূলকভাবে কম হলেও পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে এবং চট্টগ্রাম ও করাচি বন্দর ব্যবহার করে জাহাজপথে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর পকিস্তানের সঙ্গে সম্পর্কে শক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ। পাকিস্তান থেকে বিভিন্ন ধরনের পণ্য দেশে আমদানি করছে ইউনূস সরকার। পাকস্তানি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য বাংলাদেশেরপড়ুয়াদের অনুমতি দেওয়া হয়েছে। এবার বাংলাদেশ থেকে পাকিস্তান সরাসরি বিমান পরিষেবা চালু করছে ঢাকা। শনিবার ওই ঘোষণা করছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মহম্মদ ইকবাল হুসেন।
আরও পড়ুন-কপালে তিলক, গলায় মালা, একেবারে সাধুর বেশেই মহাকুম্ভে এলেন মহেন্দ্র!
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এক সাংবাদিক সম্মেলনে মহম্মদ ইকবাল জানান, এই উদ্যোগ ভ্রমণ ও সংযোগ সহজতর করার পাশাপাশি পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি করবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে। সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছে, যা দেশের মুক্ত মতামত প্রকাশের সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে।
হাইকমিশনার আরও জানান, পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে এবং চট্টগ্রাম ও করাচি বন্দর ব্যবহার করে জাহাজপথে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে। যদিও এর পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে কথা বলেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন। বাংলাদেশে আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে ইকবাল হুসেইন দেশের অর্থনৈতিক উন্নয়নই তাদের প্রধান অগ্রাধিকার পাবে বলেও জানান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)