Kinjal Nanda:নজরে কিঞ্জল নন্দ! একাধিক তথ্য জানতে চেয়ে আর জি কর অধ্যক্ষকে চিঠি মেডিক্যাল কাউন্সিলের

Kinjal Nanda:আসফাকউল্লাহ নাইয়ার নামের পাশে এমএস লেখা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল কিঞ্জলের নাম

Updated By: Jan 25, 2025, 06:28 PM IST
Kinjal Nanda:নজরে কিঞ্জল নন্দ! একাধিক তথ্য জানতে চেয়ে আর জি কর অধ্যক্ষকে চিঠি মেডিক্যাল কাউন্সিলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসফাকউল্লা নাইয়ার পর এবার বিতর্কে কিঞ্জল নন্দ! তাঁর সম্পর্কে একাধিক তথ্য জানতে চেয়ে আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে চিঠি দিল মেডিক্য়াল কাউন্সিল। সেই চিঠিতে কিঞ্জল নন্দকে নিয়ে বহু তথ্য জানতে চাওয়া হয়েছে। ওইসব প্রশ্নের মধ্যে রয়েছে কীভাবে সিনেমা করার জন্য ছুটি পান কিঞ্জল? কত টাকা স্টাইপেন্ড পান, আশি শতাংশ উপস্থিতি কি রয়েছে কিঞ্জলের?

আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় মিলল চতুর্থ বাঙ্কার! উদ্ধার বিপুল ফেনসিডিল...

আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিত্সকের মৃত্যুর পর হওয়া আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন কিঞ্জল নন্দ। সূত্রের খবর তিনি সিনেমা করছেন বা বিজ্ঞাপনের শ্যুটিং করছেন। মেডিক্য়াল কাউন্সিলের তরফে আর জি কর মেডিক্যাল কলেজেকে দেওয়া চিঠিতে জানতে চাওয়া হয়েছে সিনেমা বা বিজ্ঞাপনে কাজ করার জন্য কিঞ্জল কোনও অনুমতি নিয়েছেন কিনা। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে তাঁর আশি শতাংশ উপস্থিতিতি বাধ্যতামূলক। সেই উপস্থিতি তাঁর রয়েছে কিনা। গত কয়েক মাসে তাঁর ভাতা বাবদ কত টাকা নিয়েছেন কিঞ্জল? ওইসব প্রশ্নের উত্তর আগামী ৭ দিনের মধ্যে আরজি করের অধ্যক্ষকে দিতে হবে।

এনিয়ে আসফাকউল্লাহ নাইয়া বলেন, এসব করা হচ্ছে মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এসব বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। মেডিক্যাল কাউন্সিলের কি আর কোনও কাজ নেই! কে ব্যক্তিগতভাব কী করবে তা নিয়ে খোঁজখবর করা ঠিক নয় বলেই মনে হয়।  

আসফাকউল্লাহ নাইয়ার নামের পাশে এমএস লেখা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এবার সেই তালিকায় যোগ হল কিঞ্জলের নাম। এনিয়ে বিশিষ্ট চিকিত্সক উত্পল বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাজকর্মের মধ্যে পড়ে না যে কোনও পিজিটি কত ভাতা নিয়েছেন, তিনি সিনেমা করেন কিনা। এইসব প্রশ্ন ইউনিভার্সিটি চাইলে করতে পারে। তার কলেজে করতে পারে। কিন্তু মেডিক্যাল কাউন্সিল তা করতে পারে না।

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.