Bangladesh: বাংলাদেশকে সব আর্থিক সাহায্য বন্ধ করে দিলেন ট্রাম্প, ঘোর বিপাকে ইউনূস সরকার

Bangladesh: গত কয়েক বছর আমেরিকার সাহায়্যপ্রাপ্তদের  তালিকায় ১০ দেশের মধ্যে ছিল বাংলাদেশ। স্বাভাবতই এবার বিপাকে পড়বে ইউনূস সরকার

Updated By: Jan 26, 2025, 04:24 PM IST
Bangladesh: বাংলাদেশকে সব আর্থিক সাহায্য বন্ধ করে দিলেন ট্রাম্প, ঘোর বিপাকে ইউনূস সরকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শপথের পরপরই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ডেনাল্ড ট্রাম্প। আর তাতেই বিপাকে বাংলাদেশের ইউনূস সরকার। কী সেই সিদ্ধান্ত? ট্রাম্প ঠিক করেছেন এতদিন যে সাহায্য বিভিন্ন দেশকে দেওয়া হত তার মধ্যে অধিকাংশকেই  তা বন্ধ করে দেওয়া হবে। দুর্ভাগ্যক্রমে সেই তালিকায় রয়েছে বাংলাদেশ। ফলে আমেরিকার টাকায় যেসব কাজ বাংলাদেশে চলছিল তা বন্ধ হতে বসেছে।

আরও পড়ুন-ছাদনাতলায় পিঁড়িয়ে নিশ্চুপ বেচারি বর, এক পুরোহিত অন্যকে বিয়ের মন্ত্র শেখাতেই রাত কাবার!

ট্রাম্পের অভিবাসন নীতির জেরে স্পষ্টতই বিপাকে পড়বে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ অনুমোদন না নিয়েই রয়েছেন আমেরিকায়। তাদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ। কিন্তু বাইডেন চলে যেতেই নীতির বদল হয়েছে বাংলাদেশে।

মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে সব প্রকল্প ও কর্মসূচির ব্যয় অবিলম্বে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। ইউএসএআইডির বাংলাদেশ কার্যালয়ের পরিচালক রিচার্ড বিষয় অ্যারন গত শনিবার সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ সব স্থানীয় উন্নয়ন সংগঠনের জন্য এ নির্দেশনা জারি করে চিঠি দেন। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সকল প্রকল্প ও কর্মসূচির মার্কিন অংশের ব্যয় বন্ধ রাখতে বলা হয়েছে।

গত বছর, বাংলাদেশ- আমেরিকার সম্পর্কের ৫০ বছর উপলক্ষে মার্কিন দূতাবাস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছিল, বিগত ৫০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় ৮ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘ফরেইন অ্যাসিস্ট্যান্স ডট গভ’ ওয়েবসাইটের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে ২০২১ সালে ৫০০ মিলিয়ন ডলার, ২০২২ সালে ৪৭০ মিলিয়ন ডলার, ২০২৩ সালের ৪৯০ মিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৪৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে নানাভাবে সহায়তা দিয়েছে দেশটি। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ ১০ এর মধ্যেই ছিল। প্রসঙ্গত, ওই সাহায্য বন্ধ হওয়ার পর এবার স্বাভাবিকভাবেই বিপাকে পড়বে বাংলাদেশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.