Pritam Chakraborty: বড় বিপর্যয়! সইফকাণ্ডের আবহেই এবার প্রীতমের অফিস থেকে চুরি গেল লাখ-লাখ টাকা...
Pritam Chakraborty office theft: বলিউডে ফের আতঙ্কের ছায়া। এবার জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতক চক্রবর্তীর অফিস থেকে লাখ লাখ চুরি হয়। সন্দেহের তীর অফিসেরই কর্মীর দিকে। যদিও, সন্দেহভাজন এখনও পলাতক।
![Pritam Chakraborty: বড় বিপর্যয়! সইফকাণ্ডের আবহেই এবার প্রীতমের অফিস থেকে চুরি গেল লাখ-লাখ টাকা... Pritam Chakraborty: বড় বিপর্যয়! সইফকাণ্ডের আবহেই এবার প্রীতমের অফিস থেকে চুরি গেল লাখ-লাখ টাকা...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/09/520268-pritamchakraborty.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফকাণ্ডের পর আতঙ্কের রেশ এখনও কাটেনি বলিউডে। এরই মধ্যে বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তীর অফিস থেকে বিপুল পরিমাণ টাকা চুরি হয়েছে বলে জানা গিয়েছে। ইতোমধ্যেই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি অভিযোগ করেন যে, এই ঘটনায় তাঁর কর্মীরাই জড়িত।
প্রীতমের ম্যানেজার এই ঘটনাটি জানান। চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি পুলিসকে অবহিত করেন। পুলিস সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন। সন্দেহভাজন আশীষ সায়ালের বয়স ৩২ বছর। তাকে খুঁজে বের করতে ইতোমধ্যে একটি তদন্ত দল গঠন করেছে পুলিস। যদিও, সন্দেহভাজন এখন পলাতক।
ঘটনাটি কখন ঘটে? জানা গিয়েছে, ৪ ফেব্রুয়ারি দুপুর ২টোর দিকে গোরেগাঁওয়ে অবস্থিত প্রীতম চক্রবর্তীর মিউজিক স্টুডিও, ইউনিমাস রেকর্ড প্রাইভেট লিমিটেডে চুরির ঘটনা ঘটে। প্রীতমের ম্যানেজার বিনীত চেদ্দা এক প্রযোজন সংস্থার প্রতিনিধির কাছ থেকে ৪০ লাখ টাকার নগদ পেয়েছিলেন। যেটি একটি ব্যাগে রাখা ছিল। সেই সময় অফিসে আশিস সায়াল, আহমেদ খান এবং কমল দিশা নামে তিনজন উপস্থিত ছিলেন। এরপর ম্যানেজার বিনীত প্রীতমের বাড়িতে যান। অফিস থেকে বেরনোর আগে ব্যাগটি সেখানেই রেখে গিয়েছিলেন। ফিরে এসে তিনি আর ব্য়াগটি উধাও।
আরও পড়ুন:Terrible Bus Accident: ট্রাকের সঙ্গে ভয়ংকর সংঘর্ষ! মুহূর্তে জ্বলে গেল বাস, ঝলসে মৃত কমপক্ষে ৪১...
তখন ম্যানেজার অন্যান্য কর্মীদের জিজ্ঞাসা করলে তারা বলেন, আশিস ব্যাগটি নিয়ে গিয়েছে এবং বলেছে, সে ব্যাগটি প্রীতম চক্রবর্তীর বাড়ি নিয়ে যাচ্ছে। পুলিস জানিয়েছেন, বিনীত চেদ্দার সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ফোন কল রিসিভ করেনি। পরবর্তীকালে তাঁর ফোন সুইচ ফোন হয়ে যায়। যাতে করে তাঁর প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। কিছু একটা গোলমাল হয়েছে বুঝতে পেরে, বিনীত সঙ্গে সঙ্গে প্রীতম চক্রবর্তীকে পরিস্থিতি সম্পর্কে জানান। প্রীতমের পরামর্শের পর ম্যানেজার দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
পুলিস আরও জানিয়েছে, ইতোমধ্যেই চুরির মামলা দায়ের করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তির আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। তারপর তার মোবাইল ফোনের রেকর্ড বিশ্লেষণ করে তাকে খুঁজে বের করতে তদন্ত দল গঠন করে।
প্রীতম একজন জনপ্রিয় গীতিকার ও সুরকার। তিনি গ্যাংস্টার, লাইফ ইন আ মেট্রো, বরফি, অ্যায় দিল হ্যায় মুশকিল ও ব্রহ্মাস্ত্র সিনেমাতে কাজের জন্য পরিচিত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)