Road Accident: পথদুর্ঘটনার কবলে ট্যুরিস্ট ট্রাভেলার বাস! কত পর্যটকের মৃত্যু, আহত ক'জন?
Road Accident in Purulia: মাঝপথে হুড়া থানা এলাকায় ট্যুরিস্ট ট্রাভেলার বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে । ঘটনায় ১ জনের মৃত্যু হয় বাকি ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
![Road Accident: পথদুর্ঘটনার কবলে ট্যুরিস্ট ট্রাভেলার বাস! কত পর্যটকের মৃত্যু, আহত ক'জন? Road Accident: পথদুর্ঘটনার কবলে ট্যুরিস্ট ট্রাভেলার বাস! কত পর্যটকের মৃত্যু, আহত ক'জন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/08/520191-purulia-pic.png)
মনোরঞ্জম মিশ্র: পথ দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট ট্রাভেলার বাস। মৃত এক পর্যটক। আহত এক শিশু-সহ ১৩ জন। আজ, শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া-বাঁকুড়া ৬০ (এ) জাতীয় সড়কের উপর পুরুলিয়ার হুড়া থানা এলাকায়।
মর্মান্তিক এই পথদুর্ঘটনায় মৃত পর্যটকের নাম আকাশ দাস (৩৬)। আহতদের ভর্তি করা হয়েছে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। উত্তর ২৪ পরগনার গোবরডাঙা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই ট্যুরিস্ট ট্রাভেলার বাসটি। মাঝপথে হুড়া থানা এলাকায় ট্যুরিস্ট ট্রাভেলার বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকে ধাক্কা মারে । ঘটনায় ১ জনের মৃত্যু হয় বাকি ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
ওদিকে কুম্ভমেলা কেন্দ্র করে দুটি ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে। কুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক এক দুর্ঘটনায় চার তার্থযাত্রী-সহ ৬ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের বেলাগাভি থেকে গিয়েছিলেন ওই তীর্থযাত্রীরা। ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের নিকটবর্তী মোহ-খালগাটে। তীর্থযাত্রীদের দলটি একটি টেম্পো করে কুম্ভমেলায় গিয়েছিল। তাঁরা ফিরেওছিলেন টেম্পো করেই। প্রথমে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। পরে টেম্পোটি একটি ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটায়।
আরও পড়ুন: Cyclone Alert: রবিভোর থেকেই ভয়াবহ ঝড়ের থাবা? আগামী দু'দিনের বিপর্যয়ের শঙ্কায় কাঁপছে উপকূল...
অন্য একটি ঘটনাতেও কুম্ভমেলার তীর্থযাত্রীদের মর্মান্তিক মৃত্যু ঘটে। জয়পুরের কয়েকজন মহাকুম্ভের দিকে যাত্রা করেছিলেন। ভয়ংকর এক পথদুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। প্রসঙ্গত, শেষ শাহি স্নানের তারিখ ১২ ফেব্রুয়ারি। ওই দিন মাঘী পূর্ণিমা। দেখতে গেলে এখন স্নানের এই একটি তারিখই বাকি আছে। আর তার আগেই এই ছন্দপতন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)