মেদিনীপুরের উন্নয়নে রাজনৈতিক বিভেদ নয়, বিজেপি প্রার্থীর সঙ্গে জুনের সৌজন্য সাক্ষাত

নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া সরাসরি হাজির হলেন প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শমিত দাসের বাড়ি। পোড়খাওয়া রাজনীতিবিদকে দাদা বলে ডেকে, মিষ্টি খাওয়ালেন তাঁকে। 

Edited By: অনুসূয়া বন্দ্যোপাধ্যায় | Updated By: May 5, 2021, 04:37 PM IST
মেদিনীপুরের উন্নয়নে রাজনৈতিক বিভেদ নয়, বিজেপি প্রার্থীর সঙ্গে জুনের সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেক  রাজ্যজুড়ে হিংসার ছবি। ঠিক তখনই মেদিনীপুরে রাজনৈতিক সৌজন্যের এক বিরল ছবি উঠে এল। মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠের পরেই  নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া মিছিল নিয়ে সরাসরি হাজির হলেন প্রতিপক্ষ বিজেপির প্রার্থী শমিত দাসের বাড়ি। পোড়খাওয়া রাজনীতিবিদকে দাদা বলে ডেকে, মিষ্টি খাওয়ালেন তাঁকে। এতদিন ধরে এলাকায় কাজ করছেন যিনি তাঁর কাছ থেকেই প্রথম এলাকা সম্পর্কে বিশদে জানলেন জুন।

আরও পড়ুন: Oxygen Shortage: ২২ জন করোনা রোগীর প্রাণ বাঁচালেন Sonu Sood ও টিম

ফলাফল বের হওয়ার আগের দিন পর্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন জুন। টেনশন হচ্ছে কিনা জানতে চাইলে অভিনেত্রীর সাফউত্তর ছিল, 'নো টেনশন, কারেক্ট আছি' । ফলাফল ঘোষণার পর তাঁর আত্মবিশ্বাস বিফলে যায় নি। বুধবার মুখ্যমন্ত্রী আরও একবার শপথ নিলেন, সেই অনুষ্ঠান নিজের বাড়িতে বসে নয়, এলাকার তৃণমূল কর্মীদের জন্য জায়েন্ট স্ক্রিন টাঙিয়ে বসে দেখলেন এই নব নির্বাচিত বিধায়ক। বৃহস্পতিবার তাঁর নিজের শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগেই এলাকার মানুষদের সঙ্গে উদযাপন করলেন তাঁর জয়।

মেদিনীপুর শহরের বিধাননগর এলাকায় পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী শমিত দাসের বাড়িতে পৌঁছান জুন মালিয়া। মিনিট পনেরোর আলাপচারিতায় উঠে আসে রাজ্যের বর্তমান পরিস্থিতির থেকে উন্নয়ন একাধিক প্রসঙ্গ। সত্যিই তো চলার পথে বিরোধী পক্ষের সাহায্য়ও তো প্রয়োজন। কথাবার্তার শেষে দুজন দুজনকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানালেন। দুই রাজনীতিবিদের দাবি এবার উন্নয়ন হবে হাতে হাত মিলিয়ে। মেদিনীপুরের উন্নয়ন নিয়ে থাকবে না শুধু রাজনৈতিক বিভেদ।ক্যামেরার এক ফ্রেমে এই বিরল চিত্রের সাক্ষী হয়ে থাকল এলাকার মানুষজন।

 

 

.