Dilip Ghosh: ‘অভিষেক রাহুল গান্ধীর থেকে ভালো নেতা’, বিজেপিতে মোহভঙ্গ তৃণমূলের পথে দিলীপ?
বঙ্গ রাজনীতিতে এবার তুলকালাম পরিস্থিতি। একের পর এক বর্ষীয়ান নেতাদের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কখনও দলেরই বিধায়ক দাবি করছেন পুলিসমন্ত্রী হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে কি পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে অনাস্থা প্রকাশ করছেন? এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। হঠাৎ কোন যাদুবলে দিলীপের গলায় এই ভোল বদল সেই বিষয় নিয়ে বঙ্গ রাজনীতিতে তৈরি হয়েছে নানান জল্পনা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভালো নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০-৪০টা হেরেছেন। একপ্রকার রিজেক্ট হয়ে গিয়েছেন তিনি। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বঙ্গ রাজনীতিতে এবার তুলকালাম পরিস্থিতি। একের পর এক বর্ষীয়ান নেতাদের মন্তব্য নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কখনও দলেরই বিধায়ক দাবি করছেন পুলিসমন্ত্রী হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে কি পুলিসমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর থেকে অনাস্থা প্রকাশ করছেন? এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। হঠাৎ কোন যাদুবলে দিলীপের গলায় এই ভোল বদল সেই বিষয় নিয়ে বঙ্গ রাজনীতিতে তৈরি হয়েছে নানান জল্পনা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভালো নেতা মনে করি। রাহুল গান্ধী ৩০-৪০টা হেরেছেন। একপ্রকার রিজেক্ট হয়ে গিয়েছেন তিনি। তাঁর কথাবার্তার থেকে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার।'
আরও পড়ুন: Dakshin Dinajpur: অবলুপ্তির পথে গরগরি! ঐতিহ্য বাঁচাতে তিন পুরুষ ধরে ব্যবসা আগলে জইদুর মিয়া...
এই মন্তব্যের পর বঙ্গ-বিজেপির অনেক নেতারই বোলতি বন্ধ হয়ে গিয়েছে। বরাবরই কথার বাণে বিরোধীদের কুপোকাত করতে দেখা যায় যাকে। তাঁর গলায় শোনা যাচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঢালাও প্রশংসা। তবে কি বিজেপিতে মোহভঙ্গ তৃণমূলের পথে দিলীপ? কারণ সামনেই ২৬-এর বিধানসভা ভোট। লোকসভা ভোট এবং আরেকদিকে আর জি কর আবহে বাংলায় ৬ বিধানসভায় তৃণমূলের জয়জয়কার দেখে অনেকের দাবি হয়ত ২০২৬-এ আবার ক্ষমতায় ফিরতে পারে তৃণমূল। এইমত পরিস্থিতিতে আগের থেকেই নিজের জায়গা শক্ত করতে চাইছেন দিলীপ?
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে বিজেপির কোন বড় পদে নেই দিলীপ ঘোষ। এবারের লোকসভা ভোটে মেদিনীপুর জেতা কেন্দ্র থেকে সরিয় দেওয়া হয় আসানসোল-দুর্গাপুর আসনে। যদিও পরাজয়ের পর এ নিয়ে প্রকাশ্যে ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি। যদিও উপনির্বাচনে ছয়ে ছয় তৃণমূলের জয় হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষ দাবি, 'উপনির্বাচনকে কেউ সিরিয়াসলি নেই না। রাজ্যের কোন রাজনৈতিক দল নির্বাচনকে সিরিয়াসলি নেবে না। আগামী ২৬'শে যখন নির্বাচন হবে তখন রেজাল্ট আবার অন্যরকম হবে।' একই সঙ্গে তিনি আরও বলেন, 'উপনির্বাচন স্থানীয় শক্তির জোরে লড়তে হয়। তৃণমূল নেতারা পুলিস দিয়ে গুন্ডা দিয়ে নিজেদের মতন ভোট করে, আর সেটাই হয়েছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)