Bengal Weather: উত্তুরে হাওয়াতে শীতের প্রবেশ বাংলায়! কুয়াশার চাদরে ঢাকল জেলা...

Weather Update: উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ। পারাপতন বেশ কিছুটা হয়েছে। স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে দিন ও রাতের তাপমাত্রা। এরকমই তাপমাত্রা থাকবে আগামী ৪-৫ দিন।

Updated By: Nov 23, 2024, 08:22 AM IST
Bengal Weather: উত্তুরে হাওয়াতে শীতের প্রবেশ বাংলায়! কুয়াশার চাদরে ঢাকল জেলা...
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: সকালের দিকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ। রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া। উত্তরে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা। আজও হালকা তুষারপাতের সম্ভবনা রাজ্যের উত্তরতম এলাকা সান্দাকফুতে। সপ্তাহান্তে মনোরম পরিবেশ গোটা রাজ্যে। তবে আবার নিম্নচাপ বঙ্গোপসাগরে। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণাবর্ত আর কয়েক ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে।

আরও পড়ুন, Bypoll Result 2024 LIVE Update: পালাবদল না প্রত্যাবর্তন? শনিতে ৬ কেন্দ্রে ভাগ্য নির্ধারণ...

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এই নিম্নচাপ ক্রমশঃ শক্তি বাড়াবে। এরপর এটি সমূদ্র পৃষ্ঠ দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর আরও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে ফিনজল। এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল।

ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। রবিবার ও সোমবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা। আগামী কয়েক দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের আবহাওয়ার সতর্কবার্তা দেখে নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ আবহাওয়া দপ্তরের। কোমেরিন ও পূর্ব বাংলাদেশে দুটি ঘূর্ণাবর্ত। উত্তরপশ্চিম ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা সকালের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। পূর্ব-পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে।

উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ। পারাপতন বেশ কিছুটা হয়েছে। স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে দিন ও রাতের তাপমাত্রা। এরকমই তাপমাত্রা থাকবে আগামী ৪-৫ দিন। আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে।‌ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। ঘন কুয়াশার সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে। রবিবার সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে।

শহর কলকাতায় ১৮ এর ঘরেই আছে রাতের তাপমাত্রা। আগামী ৭২ ঘণ্টা খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। বেলা বাড়লে পরিস্কার আকাশ। মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ১৮.৭ থেকে সামান্য বেড়ে ১৮.৮ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ছিল ২৮ থেকে সামান্য কমে ২৭.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯১ শতাংশ।

আরও পড়ুন, Burdwan: দুর্গা সহায়! বন দফতরের ভয়ে এখনও পুজো চলছে বর্ধমানে এই গ্রামে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.