Gautam Adani: আমেরিকায় মহাসংকটে আদানি! ঘুষ, পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ...
Gautam Adani Charged with Massive Fraud Bribery Scheme: গৌতম আদানি ও তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন? অন্তত তেমনই অভিযোগ তাঁর বিরুদ্ধে। আন্তর্জাতিক মহলে সাড়া পড়ে গিয়েছে এ নিয়ে। ভারতেও।
![Gautam Adani: আমেরিকায় মহাসংকটে আদানি! ঘুষ, পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ... Gautam Adani: আমেরিকায় মহাসংকটে আদানি! ঘুষ, পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/11/21/505048-adani.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিলিওনেয়ার তিনি। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। আদানি গ্রুপের চেয়ারপারসন। গৌতম আদানি। মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। যা নিয়ে আন্তর্জাতিক মহলে সাড়া পড়ে গিয়েছে। বুধবার আমেরিকার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে গৌতম আদানি ও তাঁর কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করা হয়। অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তাঁর সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন।
আদানিদের বিরুদ্ধে অভিযোগ, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তাঁরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন! মার্কিন কৌঁসুলিরা বলেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন, এমন তথ্যও আছে। আরও অভিযোগ, এরপর আদানি গ্রিন এনার্জি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে।
বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা ঘুষ-বিষয়ে মিথ্যা বলেছিলেন। কারণ, তাঁরা আমেরিকা থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন মানে, বিনিয়োগ সংগ্রহ করতে চেয়েছিলেন। গৌতম আদানি ছাড়াও আরও সাতজন অভিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন গৌতম আদানির আত্মীয় সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির প্রাক্তন সিইও ভিনেত এস জেইন। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি করেছেন বিচারক!
প্রসঙ্গত, আদানি শিল্পগোষ্ঠীর সমুদ্রবন্দর, কয়লাখনি, বিমানবন্দর পরিচালনা, জ্বালানি-সহ নানা ব্যবসা রয়েছে। তা থেকে বিপুল লাভের মুখ দেখেন গৌতম আদানি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)