সেন্সর বোর্ডের গেরোয় আর এক বলিউড ফিল্ম

উড়তা পঞ্জাবের পর হারামখোর। সেন্সর বোর্ডের গেরোয় আর এক বলিউড ফিল্ম। ছোট শহরে এক ১৪ বছরের কিশোরী ও তাঁর টিউশন মাস্টারের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি। ছবিতে মাস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

Updated By: Jun 19, 2016, 08:57 PM IST
সেন্সর বোর্ডের গেরোয় আর এক বলিউড ফিল্ম

ওয়েব ডেস্ক: উড়তা পঞ্জাবের পর হারামখোর। সেন্সর বোর্ডের গেরোয় আর এক বলিউড ফিল্ম। ছোট শহরে এক ১৪ বছরের কিশোরী ও তাঁর টিউশন মাস্টারের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি। ছবিতে মাস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ছবিটি দেখার পর তাকে ছাড়পত্র দিতে রাজি হয়নি CBFC এগজামিনিং কমিটি। তাঁদের যুক্তি, এই ছবি সমাজে শিক্ষকদের সম্পর্কে খারাপ ধারনা তৈরি করতে পারে। মজার বিষয় হল নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ছবিটি দেখানো হয়েছে। সেখানে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন নওয়াজউদ্দিন। ফিল্ম সার্টিফিকেট অ্যাপালেট ট্রাইবুন্যালে দরবার করার কথা ভাবছেন ছবির নির্মাতারা। CBFC প্রধান পহলাজ নিহালনির সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছে সংবাদসংস্থা PTI।

.